বাংলাদেশের নিরাপত্তা ও বাণিজ্যে সহায়তা করবে যুক্তরাষ্ট্র
১৪ জুন ২০০৯নিরাপত্তা ও বাণিজ্য সহায়তা আরো সম্প্রসারণের জন্যই মার্কিন সহকারী পররাষ্টমন্ত্রী রবার্ট ব্লেক দুই দিনের সফরে শনিবার ঢাকা আসেন৷ রোববার তিনি পররাষ্ট্র মন্ত্রী দিপু মনি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে আলাদা বৈঠক করেন৷ এরপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসান মাহমুদ বলেন, নিরাপত্তার ক্ষেত্রে সহায়তা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র৷ আর বাংলাদেশে বিনিয়োগের যে নতুন পরিবেশ তৈরী হয়েছে সে ব্যাপারেও তিনি কথা বলেছেন মার্কিন মন্ত্রীর সঙ্গে৷
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের কারনে পরিবেশ বিপর্যয় রোধ এবং ঘুর্ণিঝড় আয়লা দুর্গতদের জন্য সহায়তা চাওয়া হয়েছে৷ বাংলাদেশের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র৷
মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী ব্লেক জানান, বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত তার সরকার৷ তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেক বিস্তৃত৷ এই সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হবে৷ অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে সাক্ষাতে মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচারে সহায়তার আশ্বাস দিয়েছেন৷
প্রতিবেদক: হারুন উর রশিদ স্বপন, ঢাকা, সম্পাদনা: রিয়াজুল ইসলাম