রাখাইনে মানবিক করিডোর বিষয়ে সাবেক রাষ্ট্রদূত এবং মিয়ানমারে বাংলাদেশের সাবেক সামরিক অ্যাটাশে মেজর জেনারেল (অব.) এম শহীদুল হক বলেন, ‘‘এখন কিন্তু রাখাইনে জাতিসংঘের কোনো ব্যবস্থাপনা বা তাদের উপস্থিতি নাই৷ তাদের কোনো লজিজিস্টিক সাপোর্ট নাই৷ সেখানে অনেক স্টাফ লাগবে৷ নিরাপত্তা লাগবে৷ এখন জাতিসংঘকে সেই কাজ শুরু করতে তো দুই পক্ষের সম্মতি লাগবে৷’’
তিনি আরো বলেন, ‘‘শুধু আরাকান আর্মির সঙ্গে সমঝোতা করে এটা করা যায়৷ সেটা করলে মিয়ানমার সামরিক জান্তা যদি তখন আকাশ পথে হামলা চালায়? তাদের এয়ারফোর্স খুবই শক্তিশালী৷ তখন তো বড় ধরনের নিরাপত্তা সংকট তৈরি হবে৷’’ তার মতে, মিয়ানমার ও আরাকান আর্মির একমত হতে হবে৷ তা না হলে মানবিক করিডোর অবশ্যই বাংলাদেশের নিরপত্তার জন্য ঝুঁকি তৈরি করবে৷