বাংলাদেশে ১৩ বছরের কিশোরীর সঙ্গে ৭৫ বছরের বৃদ্ধের বিয়ে
১৪ সেপ্টেম্বর ২০০৯বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা বরিশালের মুলাদি থানার মেয়ে আখিনুর৷ বাবা আজহার ব্যাপারী৷ ভয়াবহ ঘূর্ণিঝড় আইলায় ধসে যায় তাঁর ঘর৷ সেই ঘর নতুন করে তোলার জন্য সুদ ব্যবসায়ী লোকমান শিকদারের কাছে মাত্র ৪ হাজার টাকা ধার নিয়েছিলেন আজাহার ব্যাপারী৷ কিন্তু কয়েক মাস চলে যাবার পরও আজহার টাকা শোধ করতে পারেন না৷ তখন সুদ ব্যবসায়ী ৭৫ বছর বয়সী লোকমান ঋণগ্রস্ত পিতার সামনে দুইটি উপায় তুলে ধরেন৷ এক, সুদসহ টাকা পরিশোধ৷ দুই, আজহার তার ১৩ বছরের কন্যাকে বৃদ্ধ লোকমানের সঙ্গে বিয়ে দিতে পারে৷ আপারগ পিতা টাকা পরিশোধ করতে না পেরে বাধ্য হয়ে কন্যার বিয়ে দিয়ে দেন এই বৃদ্ধের সঙ্গে৷ গ্রামের মানুষের ভাষ্যমতে, সুদখোর লোকমান শিকদার জোর করে আখিনুরকে বিয়ে করে নিয়ে যায়৷
লোকমান হোসেনের গ্রামে গিয়ে তাকে খুঁজে পায়নি মুলাদি থানার পুলিশ৷ বরিশালের জেলা কর্মকর্তা বদরুল হক একটি বার্তা সংস্থাকে জানান, বিষয়টি এখনো তদন্ত করে দেখছে পুলিশ৷
মুলাদি থানার ওসি আমিরুজ্জামান বলেছেন, বিষয়টি তারা জানতেন না৷ আর ঘটনা ঘটার আগে জানতে পারলে এই নির্মম ঘটনায় তারা বাধা দিতেন৷
লোকমান বিবাহিত এবং তার বড় চারটি সন্তান এবং বেশ কয়েকজন নাতি-নাতনি রয়েছে৷
বাংলাদেশের আইনে ১৮ বছরের কম বয়সি কিশোরীর বিয়ে নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ৷
ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত হয়ে এখনো প্রায় ১৫ হাজার মানুষ খোলা আকাশের নীচে বসবাস করছে৷ ঘর তৈরি বা ফসল ফলানো কোনটাই টাকার অভাবে করা সম্ভব হচ্ছে না তাদের পক্ষে৷ অর্থের অভাবে আখিনুরের বিয়ে একটি ঘটনা হলেও এইরকম অনেক ঘটনাই ঘটছে যা থেকে যাচ্ছে লোকচক্ষুর আড়ালেই৷
প্রতিবেদক: ঝুমুর বারী
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক