বাংলাদেশে সোমবার ঈদ, প্রধান উপদেষ্টার বার্তায় রোহিঙ্গারা
৩০ মার্চ ২০২৫বাংলাদেশে সোমবার ঈদুল ফিতর উদযাপন করা হবে বলে রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে জানানো হয়েছে৷ এতে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন৷
এবারের ঈদে ঢাকায় কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী৷ তিনি বলেন, ‘‘জাতীয় ঈদগাহ মাঠে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷''
এ বছর ঢাকা মহানগরীতে ১১১টি ঈদগাহে ও ১৫৭৭টি মসজিদসহ মোট ১৭৩৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে লিখেছে বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার পত্রিকা৷
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন৷ ঈদের দিন বিকাল চারটায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন৷
ঈদ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক ফেসবুক পাতায় প্রকাশিত এক ভিডিওতে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের ঘরে ফেরার বাসনার কথা তুলে ধরা হয়েছে৷ ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘সবাইকে ঈদ মোবারক৷ আমাদের নিরাপদ এবং আনন্দময় এই ঈদে যেনো আমরা মনে রাখি, বারো লক্ষাধিক মেহমান বিপদে পড়ে আমাদের দেশে আছে৷ দোয়া করি তারা যেনো আগামী ঈদ নিজের দেশে করতে পারে৷''
এছাড়া ঈদ উপলক্ষ্যে দেয়া এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘‘সকলকে আনন্দময় ঈদ মোবারক জানাচ্ছি৷ আশা করি ঈদের সময়, আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের বাড়িতে যেতে পারবেন এবং আপনাদের পরিবারের সাথে আনন্দের সাথে ঈদ উদযাপন করবেন৷''
তিনি দেশের জনগণকে তাদের আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করার, দরিদ্র পরিবারের খোঁজ-খবর নেওয়ার এবং তাদের ভবিষ্যৎ কীভাবে উন্নত করা যায় সে সম্পর্কে চিন্তা-ভাবনা করার আহ্বান জানান৷
অধ্যাপক ইউনূস বলেন, ‘‘আপনার সন্তানদের আত্মীয়স্বজনের সাথে পরিচয় করিয়ে দিন- এটাই আমার ইচ্ছা৷''
এদিকে সৌদি আরব, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এবং তুরস্কসহ ইউরোপের দেশগুলোতে রোববার ঈদ পালিত হয়েছে৷ একই দিনে ঈদ উদযাপন করেছেন মালদ্বীপ ও আফগানিস্তানের মানুষও৷
এআই/এফএস