বাংলাদেশে নারীদের ফুটবলে প্রত্যন্ত গ্রামের একাডেমির ভূমিকা
২৩ আগস্ট ২০২৫গত জুলাই মাসে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। প্রথমবার মতো তারা নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে তারা। ঋতুপর্ণা চাকমা-মারিয়া মান্ডাদের পর চলতি মাসে আরেকটি বড় সাফল্য নিয়ে এসেছে মোসাম্মৎ সাগরিকা-শান্তি মার্ডিদের নিয়ে গড়া বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল৷ সাফ চ্যাম্পিয়নশিপের এই বয়সভিত্তিক আসরে প্রথমবারের মতো বাংলাদেশকে শিরোপা এনে দিয়েছে তারা।
এই সাফল্যে অন্যতম ভূমিকা রয়েছে দেশটির উত্তরে অবস্থিত রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির৷ ২০১৪ সালে এটি প্রতিষ্ঠা করেন মোহাম্মদ তাজুল ইসলাম৷ তিনি বড় কোন ব্যবসায়ী নন, একজন সাবেক শিক্ষক ও কৃষক৷ ডিডাব্লিউকে তিনি বলেন, ‘‘আমি একাডেমি শুরু করার আগে প্রায় কিছুই ছিল না৷’’ আরো বলেন, ‘‘আমি ফুটবল অত্যন্ত ভালোবাসি৷ আমার মনে হয়েছিল বাংলাদেশে নারী ফুটবলের শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সুযোগটুকুই করে দিতে চেয়েছি৷’’
সেই সুযোগ আজ ইতিহাস গড়ে দিয়েছে৷ এশিয়ান কাপে জায়গা করে নেয়া বাংলাদেশের দুই নারী দলেই রয়েছে এই একাডেমির তিন জন করে খেলোয়াড়৷ তাজুল জানালেন, বিভিন্ন বয়সের বহু নারী খেলোয়াড় বড় জায়গায় খেলতে গেছে তার একাডেমি থেকে৷ তার কথায়, ‘‘আমরা আমাদের খেলোয়াড়দের নিয়ে গর্বিত৷’’
নারী ফুটবলের উদীয়মান তারকারা
মোসাম্মৎ সাগরিকা এই একাডেমির অন্যতম পরিচিত খেলোয়াড়। ১৭ বছর বয়সি এই তরুণী এশিয়ান কাপের বাছাইপর্বে অনূর্ধ্ব-২০ দলের হয়ে চারটি গোল করেছেন৷ এই স্ট্রাইকার দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা তরুণ তারকা৷
সাগরিকা ডিডাব্লিউকে জানালেন, ‘‘আমি সবসময়েই একজন ফুটবলার হতে চেয়েছিলাম৷ কিন্তু সামাজিক ও ধর্মীয় কারণে বাবা-মা তা মানতে রাজি ছিলেন না৷’’ তিনি আরো জানান, তার বাড়ির লোক চেয়েছিলেন তিনি যেন দ্রুত চাকরি পাওয়ার চেষ্টা করেন৷ তাজুল ইসলামের জন্য নিম্ন আয়ের পরিবারগুলিকে এটা বোঝানো চ্যালেঞ্জ ছিল যে তাদের মেয়েরাও ফুটবল খেলতে পারে৷
সাগরিকার কথায়, ‘‘একাডেমিতে যোগ দেওয়ার পরে আমার বাবা-মা বলেন যে লেখাপড়া ক্ষতি না হলে আমি খেলতে পারি৷ প্রথমে বাবা সমর্থন করতেন না, পরে তিনি ধীরে ধীরে সমর্থন করতে শুরু করেন৷ আমি বাবা-মাকে কথা দিয়েছি আমি আরো বড় খেলোয়াড় হব৷’’
নিষেধের বেড়াজাল ভেঙে
বাবা-মা তো অনুমতি দিলেন, কিন্তু সমাজের চোখরাঙানি? মেয়েদের ফুটবল খেলা, বিশেষ করে শর্টস পরা নিয়ে প্রশ্ন উঠতেই থাকে৷ বাংলাদেশে নারীদের খেলাধুলা ঐতিহ্যগতভাবে তেমন একটা অগ্রাধিকার পায়নি৷ গত জানুয়ারিতে জয়পুরহাটে ভাঙচুর চালিয়ে ইসলামি মৌলবাদীরা নারীদের একটি ফুটবল ম্যাচের আয়োজনকে ব্যাহত করে৷
তাজুল বলেন, ‘‘আমাদের সমাজ রক্ষণশীল এবং আমরা মুসলিমপ্রধান দেশ৷ কিছু মানুষ আছেন যারা নারীদের ফুটবল খেলায় সম্মত নন৷’’ নারীদের ফুটবলে ব্যাপক সমর্থন পাওয়াকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি৷ বলেন, ‘‘আমরা স্থানীয় রাজনীতিবিদ, পুলিশ এবং প্রশাসকদের কাছে গিয়েছিলাম এবং তারাও একাডেমিকে সমর্থন দিয়েছিলেন।’’
একাডেমিতে যোগ দেয়ায় সেখানকার মেয়েদের পক্ষে খেলাধুলায় অংশ নেয়া সহজ হয়৷ সাগরিকাও এক সুরে বললেন, ‘‘একাডেমি আমাদের সুরক্ষা দিয়েছে এই সব ক্ষেত্রে৷’’
এখনও অনেক বাধা
২০২৪ সালে ভারতের বিরুদ্ধে সাগরিকাদের ম্যাচটি তার গ্রামের বাসিন্দারা প্রজেক্টর ভাড়া করে দেখেছিলেন৷ যদিও শুরুতে তারা সাগরিকার খেলাকে ভাল চোখে দেখেননি৷ সাগরিকার বাবা-মা স্টেডিয়ামে এসেছিলেন খেলা দেখতে৷
সাগরিকা বলেন, ‘‘খেলার মাঝ-বিরতিতে কেউ একজন এসে জানালো আমার বাবা ও মা এসেছেন৷ আমি তাদের কাছে দৌড়ে গেলাম৷ তারা এতদূর থেকে আমাকে দেখতে এসেছেন এতে আমি খুব খুশি হই৷’’ এই ম্যাচে শেষ মিনিটে সাগরিকা গোল করেন৷ ‘‘বাবা-মাকে দেখিয়ে দিয়েছিলাম আমি পারি,’’ বলেন সাগরিকা৷
তবে সাফল্যের পাশাপাশি এখনও লড়াই চালিয়ে যেতে হয় তাদের৷ একাডেমি চালিয়ে নিতে ব্যাপক আর্থিক সহায়তার প্রয়োজন৷ তাজুল জানালেন, তিনি তার সমস্ত সম্পত্তি এর পেছনে ব্যয় করেছেন৷ কিছু মানুষের সাহায্যও পেয়েছেন৷ কিন্তু খরচ চালিয়ে নিতে আরো সহায়তা প্রয়োজন৷
আক্ষেপ করে তাজুল বলেন, ‘‘রাঙাটুঙীর কথা সারা বাংলাদেশ জানে, কিন্তু জাতীয় পর্যায় থেকে এখনও কোনো সাহায্য আসেনি৷’’
তবে আশার কথা হলো, নারী ফুটবলাররা এরইমধ্যে খেলার মাধ্যমে উপার্জন করতে শুরু করেছেন৷ বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ অর্ধশতাধিক নারী ফুটবলার রয়েছেন৷ তাদের মাসিক বেতন ১৫ হাজার টাকা থেকে ৫৫ হাজার টাকা পর্যন্ত৷ এছাড়াও বিদেশি ক্লাবেও সুযোগ পেতে শুরু করেছেন খেলোয়াড়েরা৷ অন্তত দশ জন ভুটানে ক্লাব ফুটবল খেলেন৷ কঠিন হলেও ২০২৭ এর ব্রাজিল বিশ্বকাপে যোগ দেয়ার স্বপ্ন দেখেন তারা৷ আর তা না হলে আগামী দশকের মধ্যে বিশ্বকাপ খেলার সুযোগ তৈরি করতে চান তারা৷
সাগরিকার কথায়, ‘‘আমাদের উদ্যম ও অধ্যবসায় আমাদের লক্ষ্যপূরণ করবে, আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি নিরন্তর৷’’
জন ডুয়ার্ডেন/এসটি