বাংলাদেশে ধর্ষণবিরোধী সমাবেশ, নারীর উত্যক্তকারী আটক
১০ মার্চ ২০২৫স্থানীয় পত্রপত্রিকাগুলোর খবর অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকশ' শিক্ষার্থী মিছিল ও ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন৷
ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার বলছে, শিক্ষার্থীরা সারাদেশে ধর্ষণ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেয়া এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি তুলেছেন৷ একইসঙ্গে নারীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেয়ার দাবি করেছেন৷ রাজশাহীর অন্যান্য কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও তাদের সঙ্গে প্রতিবাদে যোগ দিয়েছেন৷
এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল প্রতিষ্ঠানটির শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে৷ শিক্ষার্থীরা দেশব্যাপী নারী হত্যা, ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানান৷
এছাড়া, একই দাবিতে ঢাকার অদূরে মানিকগঞ্জে একটি মানববন্ধন পালন করা হয়৷ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই কর্মসূচি পালন করে৷
দুই নারীকে ‘উত্যক্ত করা' ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ
রাজধানী ঢাকার লালমাটিয়ায় দুই নারীকে সিগারেট খাওয়া নিয়ে ‘উত্যক্ত করা' ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷ দ্য ডেইলি স্টার এই খবর দিয়েছে৷ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির তেজগাঁও ডিভিশনের ডেপুটি কমিশনার মোহাম্মদ ইবনে মিজানের বরাতে পত্রিকাটি বলছে, রোববার রাতে লালমাটিয়া থেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়েছে রিংকু নামের ঐ ব্যক্তিকে৷ পুলিশ অবশ্য নিশ্চিত করেছে যে রিংকুকে গ্রেফতার করা হয়নি, শুধু জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে৷
প্রত্যক্ষদর্শী ও হেনস্থার শিকার দুই নারীর অভিযোগ, রিংকু তাদের সঙ্গে অত্যন্ত বাজে আচরণ ও শারীরিকভাবে হেনস্থা করেছেন৷
এদিকে, নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্যক্ত করার অভিযোগে খালিদ মাহমুদ নামে এক যুবককে আটক করেছে সাভার থানার পুলিশ৷ দৈনিক প্রথম আলো এ প্রতিবেদন করেছে৷ সোমবার বিকেল ৪টার দিকে সাভারের আমিনবাজার থেকে তাকে আটক করা হয়৷
সামাজিক যোগাযোগমাধ্যমে খালিদের নারী উত্ত্যক্ত করার ভিডিও ছড়িয়ে পড়েছে৷
রাজধানীর শ্যামলী এলাকা থেকেও নারী হেনস্থার অভিযোগে সোমবার আরেক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ৷ গোয়েন্দা সংস্থা ডিবির সাইবার ক্রাইম ইউনিট তাকে গ্রেফতার করে৷
মাগুরার শিশুটির অবস্থার কিছুটা উন্নতি
এদিকে, মাগুরায় ধর্ষণের শিকার হওয়া আট বছরের শিশুটির অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার৷ সোমবার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিশুটি চোখের পাতা কিছুটা নাড়াতে পারছে৷
সম্প্রতি পাশবিক নির্যাতনের শিকার এই শিশুটি সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন আছে৷
বোনের বাড়িতে বেড়াতে যাবার পর বোনের স্বামীর সহায়তায় শ্বশুর শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ দায়ের করা হয়েছে৷
জেডএ/এসিবি (দ্য ডেইলি স্টার, প্রথম আলো)