ভারতে আসার ভিসা পাচ্ছেন না বাংলাদেশিরা৷ তাই কলকাতার নিউ মার্কেট অঞ্চলের ব্যবসায়ীরা হতাশ৷ 'মিনি ঢাকা' নামে পরিচিত কলকাতার মার্কুইস স্ট্রিটের সেই পরিচিত ছবি উধাও৷ হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে জামা-কাপড়ের দোকান — কোথাও ভিড় নেই৷ বন্ধ হয়ে গিয়েছে বেশ কিছু দোকানও৷