বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে ‘ফোর্সেস গোল ২০৩০’
২৪ নভেম্বর ২০১১রাজশাহী সেনানীবাসে শেখ হাসিনা আজ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার এবং ২য় বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের হাতে তাদের কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় পতাকা তুলে দেন৷ সেই অনুষ্ঠানে প্রধাননমন্ত্রী শেখ হাসিনা বলেন, সেনাবাহিনীকে তথ্য প্রযুক্তির আওতায় আনার কাজ চলেছে৷ এজন্য নেয়া হয়েছে পরিকল্পনা৷ তিনি বলেন, বাংলাদেশের সেনাবাহিনীকে বিশ্বের আধুনিক এবং দক্ষ সেনাবাহিনী হিসেবে গড়ে তোলা হবে৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে৷ গ্যাস, বিদ্যুৎসহ নানা সমস্যা সমাধানে নিরলস কাজ করে যাচ্ছে৷
বিকেলে প্রধানমন্ত্রী রাজশাহী মাদ্রাসা মাঠে এক জন সভায় বলেন, ভারতের টিপাইমুখ বাঁধ নিয়ে তার সরকার ব্যাখ্যা চেয়েছে ভারতের কাছে৷ আর যৌথ সমীক্ষা ছাড়া টিপাইমুখ বাধ নির্মাণের সিদ্ধান্ত মেনে নেবেনা বাংলাদেশ৷ তিনি বলেন, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া টিপাইমুখ বাঁধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে এখন চিঠি দিলেও ক্ষমতায় থাকাকালে ছিলেন নীরব৷ শেখ হাসিনা বলেন, তার সরকার গঙ্গার পানি এনেছে৷ তিস্তার পানি আনবে৷ আর খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ভারত সফরে গিয়ে গঙ্গার পানির কথা ভুলেই গিয়েছিলেন, বলেন প্রধানমন্ত্রী৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক