বাংলাদেশ থেকে সেনাসদস্য নেবে কাতার
২৩ এপ্রিল ২০২৫দেশটিতে চলমান বিভিন্ন প্রকল্পে দায়িত্ব পালন করতেই মূলত বাংলাদেশ থেকে সেনাসদস্যদের নেয়া হবে। আগামী দু'মাসের মধ্যেই নেয়ার প্রক্রিয়া শুরু হবে বলে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে জানিয়েছেন তিনি।
আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বর্তমানে দোহা সফরে রয়েছে।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, "কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনাসদস্যরা কর্মরত। একইভাবে কাতারও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে সেনাসদস্য নিতে চায়। প্রতি তিন বছর পরপর ৭২৫ জন করে সেনাসদস্য নেয়া হবে, তবে এ সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।"
২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রীসভায় বাংলাদেশ থেকে পাঁচ বছর মেয়াদে কাতারে ১১২৯ জন সেনাসদস্য পাঠানোর অনুমোদন দেয়া হয়। তবে শফিকুল আলম জানান, এখন থেকে প্রতি তিন বছর পরপর ৭২৫ জন করে সেনাসদস্য নেবে কাতার৷
এসএইচ/এসিবি (প্রথম আলো)