আফ্রিকার দেশ উগান্ডায় বন্যপ্রাণীর চোরাশিকারিদের শাস্তি হয় না বললেই চলে৷ বন্যপ্রাণীর ন্যায়বিচার নিশ্চিত করতে এবার মাঠে নামলেন বিচারক নিজেই৷ চোরাশিকার সম্পর্কে প্রত্যক্ষ ধারণা পেতে উগান্ডায় স্থাপিত আফ্রিকার প্রথম বিশেষ ওয়াইল্ডলাইফ কোর্টের চিফ ম্যাজিস্ট্রেট গ্ল্যাডিস কামাসানইয়ু প্রায়ই রাজধানী কাম্পালার বাইরে একটি অভয়ারণ্য পরিদর্শন করেন৷