বছরের প্রথম চার মাসে ইইউতে অবৈধ অনুপ্রবেশ কমেছে
১৪ মে ২০২৫বিজ্ঞাপন
পশ্চিম বলকান রুটে অবৈধ সীমান্ত পারাপার সবচেয়ে বেশি কমেছে৷ সেখানে প্রায় ৩,১০০টি ঘটনা নথিভুক্ত করেছে কর্তৃপক্ষ, যা আগের চেয়ে ৫৮ ভাগ কম৷
উত্তর আফ্রিকা থেকে ইটালি অভিমুখে অবৈধ অনুপ্রবেশ তিন শতাংশ কমে প্রায় ১৫,৭০০টি হয়েছে৷ গ্রীসের পূর্ব ভূমধ্যসাগরীয় রুটে প্রায় ১২,২০০টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যা আগের চেয়ে ৩০ ভাগ কম৷
ইইউ সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্স এসব তথ্য জানিয়েছে৷
ইইউ অভিবাসন কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেছেন,এই পরিসংখ্যান থেকে বোঝা যায় যে, ব্লকের সমন্বিত পদ্ধতি কাজ করছে এবং চোরাকারবারীদের ব্যবসা বন্ধ করা একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য৷
অনুমান করা হয় যে, পাচারকারীরা এই যাত্রার আয়োজন করার জন্য পাঁচ অঙ্কের মোটা ফি নিয়ে থাকে৷
সম্প্রতি যারা ইইউতে এসেছেন, তাদের অধিকাংশই বাংলাদেশ, আফগানিস্তান ও মালি থেকে আগত৷
এএনএস/জেডএইচ (ডিপিএ)