‘বক্সিং ডে’-তে আরেক আকর্ষণ - দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড
২৫ ডিসেম্বর ২০০৯আশাবাদী আর্থার আরো বলেন, ‘‘ডেল ভালোভাবেই সেরে উঠেছে৷ আশা করছি, সে তার আগের জায়গাটা বুঝে নেবে৷ আমরা অবশ্য তাকে আরো পর্যবেক্ষণে রাখবো৷''
প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার জয় হাতছাড়া হয়েছে অল্পের জন্য৷ কারণ, শেষ উইকেটটা ফেলতে পারলেই ইংল্যান্ডকে ০-১-এ পেছনে ফেলতে পারতো তারা৷ তাই ডার্বানে, স্টেইন-ই বেশ খানিকটা ভরসা নিয়ে আসতে পারেন অধিনায়ক গ্রায়েম স্মিথের জন্য৷ কমাতে পারেন স্মিথের হতাশা৷
তবে ৩৩ টেস্টে ১৭০ উইকেট পাওয়া স্টেইন দলে ফিরলে, বাদ পড়তে পারেন দারুণ পারফরম্যান্সে থাকা ফ্রিডল দ্য ওয়েট৷ সেঞ্চুরিয়ানে ইংলিশদের কাছ থেকে জয় প্রায় ছিনিয়েই নিয়েছিলেন নবাগত এই পেসার৷ যদিও ফ্রিডলের দুর্দান্ত বোলিং, আরেক পেসার মাখায়া এনটিনি'র জায়গাকে নড়বড়ে করে দিয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা৷ তবে স্টেইন আর তাঁর সঙ্গে ওয়েট বা এনটিনি'র পাশাপাশি, দলে থাকছেন মোরনে মর্কেল, জ্যাক ক্যালিস ও হ্যারিস৷ বাহ্, আক্রমণকে চাঙ্গা রাখতে হবে না !
প্রতিবেদন : দেবারতি গুহ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সম্পাদনা : হোসাইন আব্দুল হাই