ফ্রান্স : মসজিদে ছুরি হামলাকারীকে ধরতে তৎপর পুলিশ
২৮ এপ্রিল ২০২৫ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাসোঁয়া ব্যায়খু এই হামলাকে ‘ইসলাম-বিদ্বেষী হামলা’ বলে উল্লেখ করেছেন। হামলাকারী নামাজরত অবস্থায় প্রায় ডজনখানেক মুসল্লিকে ছুরিকাঘাতের ঘটনাটি নিজের মোবাইলে ধারণ করে।
অনলাইন থেকে মুছে ফেলার আগে ভিডিওটি হামলাকারী তার এক বন্ধুকে পাঠিয়েছিল।
ল্য পারিসিয়ে পত্রিকা গোয়েন্দা সূত্রে জানিয়েছে, উত্তর মনপেইয়্যের ল্য গ্রোন্দ-কোম্ব গ্রামের মসজিদে হামলাকারীর বয়স ২০ বছরের কাছাকাছি হতে পারে। মসজিদের সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও থেকেও হামলার আলামত পাওয়া গেছে।
বার্তা সংস্থা এএফপিকে ল্য গ্রোন্দ-কোম্ব গ্রামের বাসিন্দারা জানায়, নিহত ব্যক্তি কয়েক বছর আগে মালি থেকে ফ্রান্সে আসেন। গ্রামের সবার কাছে বেশ পছন্দের ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন তিনি। হামলাকারী বসনিয়ার বংশোদ্ভূত ফরাসি নাগরিক। তবে তিনি ইসলাম ধর্মাবলম্বী নয়। হামলার সময় তাকে ইসলাম-বিদ্বেষী মন্তব্য করতেও দেখা গেছে।
নিক মার্টিন/এসএইচ