ফ্রান্স : কারাগারে অগ্নিসংযোগের নেপথ্যে মাদকপাচার?
১৬ এপ্রিল ২০২৫ফ্রান্সের আইনমন্ত্রী জেরাল্ড দাখমানিন মঙ্গলবার (১৫এপ্রিল) জানান, রাতের আঁধারে ফ্রান্সের বেশ কয়েকটি কারাগারে হামলা চালানো হয়েছে । মাদক পাচার বন্ধে সরকারের গ্রহণ করা পদক্ষেপগুলোর সঙ্গে এই হামলার যোগসূত্র রয়েছে বলে জেরাল্ড দাখমানিন মনে করছেন।
দাখমানিন বলেন, কারাগারগুলোতে এক ধরনের ‘ভয় দেখানোর প্রচেষ্টা' চলছে৷ তিনি জানান, গাড়িতে আগুন দেয়া ও মানুষকে লক্ষ্যবস্তু করার মতো ঘটনাও ঘটেছে।
মঙ্গলবার পর্যন্ত বেশ কয়েকটি স্থাপনায় আক্রমণ করা হয়েছে। কর্মকর্তারা জানান, তুলোঁ-লা-ফাখলেদ এ ভারী অস্ত্রসহ হামলা করা হয়।
আইনমন্ত্রী জেরাল্ড দাখমানিন বলেন,"আমি তুলোঁতে থাকা কর্মকর্তাদের সহায়তা করার জন্য সেখানে যাচ্ছি।" তিনি আরো বলেন, "ফ্রান্স মাদক পাচার (সমস্যার) মুখোমুখি হচ্ছে এবং তা নির্মূলে ব্যবস্থা গ্রহণ করছে, যা অপরাধমূলক নেটওয়ার্কগুলোকে গভীরভাবে ব্যাহত করবে। ফ্রান্স চ্যালেঞ্জের সম্মুখীন৷ দৃঢ়তার সাথে ও সাহসীভাবে তা প্রতিহত করা হবে।"
পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্যারিসের কাছে নান্টেখ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এই-লুয়েনস ও ভালেন্সের দুটি কারাগারের যানবাহন জ্বালিয়ে দেয়া হয়েছে।
জেল কর্তৃপক্ষের এক বিবৃতির বরাত দিয়ে কারাগার ইউনিয়ন এফও জাস্টিস বলেছে, "এই অপরাধমূলক কাজগুলো আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে, প্রজাতন্ত্রের বিরুদ্ধে এবং প্রতিদিন কর্মরত কর্মকর্তাদের বিরুদ্ধে একটি সম্মুখ আক্রমণ।"
জেরাল্ড দাখমানিন তার নিয়োগের পর ফ্রান্সের ১০০ জন বৃহত্তম মাদক পাচারকারীকে একটি উচ্চ-নিরাপত্তা কারাগারে আলাদাভাবে রাখার পরিকল্পনার কথা জানান।
রিচার্ড কনর/এসএইচ