ফিলিপাইনের মাগুইন্দানাও প্রদেশে সামরিক শাসন জারি
৫ ডিসেম্বর ২০০৯ফিলিপাইনের সরকারের তরফ থেকে বলা হয়েছে যে স্থানীয় গভর্নরের অনুগত বিদ্রোহীদের দমানোর জন্য এই সামরিক শাসন জারি করা হয়েছে৷ শুক্রবার রাতে এই নির্দেশ দেওয়া হয়৷ ফিলিপাইন সরকারের বিচারমন্ত্রী আগনেস দেভানানাদেরা জানিয়েছেন ওই জায়গাটিতে বিদ্রোহ দেখা দিয়েছে৷ ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক ফার্নান্দো মার্কোসের পর দেশটিতে এই প্রথম সামরিক শাসন জারি করা হল৷
এদিকে সরকারের নির্দেশ জারির কয়েক ঘন্টার মধ্যেই আটক করা হয় মাগুইন্দানাও এর গভর্নর এবং স্থানীয় বিদ্রোহের নেতা আন্দাল আমপাতুয়ান সিনিয়র কে৷ ফিলিপাইনের পুলিশ প্রধান জেসাস ভেরজোসা জানিয়েছেন, এখন পর্যন্ত ৩২ জনকে আটক করা হয়েছে যাদের মধ্যে পাঁচজন আমপাতুয়ান পরিবারের সদস্য এবং অপর ২০ জন বিদ্রোহী দলের সদস্য৷ আমপাতুয়ান পরিবারের বাড়ি থেকে বিপুল গোলা বারুদ উদ্ধারের পর এই গ্রেফতার অভিযান চালানো হয়৷ সেনাবাহিনী জানিয়েছে উদ্ধার হওয়া গোলা বারুদের মধ্যে রয়েছে ট্যাংক বিধ্বংসী রাইফেল, মর্টার, মেশিন গান, রাইফেল ও পিস্তল৷ এছাড়া তিন লাখ ৪০ হাজার রাউন্ড গুলিও পাওয়া গেছে৷ এসব অস্ত্র শস্ত্র সেনাবাহিনীর দুটি ব্যাটালিয়নের জন্য যথেষ্ট বলে জানানো হয়েছে৷ এদিকে সামরিক শাসন জারির পরপরই প্রাদেশিক রাজধানী শরিফ আগুক এ চার হাজার সেনা মোতায়েন করা হয়েছে৷
এর আগে গত ২৩ নভেম্বর মাগুইন্দানাওতে ঘটে এক নির্মম গণহত্যা যাতে প্রাণ হারায় ৫৭ জন মানুষ৷ পুলিশ জানায়, গভর্নর আন্দাল আমপাতুয়ান ছেলে আন্দাল আমপাতুয়ান জুনিয়র এই হত্যাকান্ডে নেতৃত্ব দেয়৷ আমপাতুয়ানের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এসমায়েল মানগুদাদাতুর দাবি পরবর্তী নির্বাচনে গভর্নর পদে নির্বাচন করা থেকে বিরত রাখতেই তার সমর্থকদের এভাবে হত্যা করেছে আমপাতুয়ানরা৷
প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী