প্রিয়াঙ্কার হস্তক্ষেপে জট খুললো, উত্তরপ্রদেশে অখিলেশ-কংগ্রেস জোট
প্রিয়াঙ্কা গান্ধীর হস্তক্ষেপে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের মধ্যে জোট হচ্ছে। ১৭টি আসনে লড়বে কংগ্রেস।
কেন প্রিঙ্কাকাকে হস্তক্ষেপ করতে হলো?
সমাজবাদী পার্টি(সপা) প্রথমে ১১টি আসন কংগ্রেসকে ছাড়তে চাইছিল। তখন অবশ্য ঠিক ছিল, জয়ন্ত চৌধুরীর ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল তাদের সঙ্গে জোট করে লড়বে। কিন্তু জয়ন্ত চৌধুরী বিজেপি-র সঙ্গে হাত মেলান। এরপর কংগ্রেসকে ১৫টি আসন ছাড়তে রাজি হন সপা নেতা অখিলেশ যাদব। কিছু আসন নিয়ে দড়ি টানাটানি চলতে থাকে। আলোচনা ভেস্তে যাওয়ার উপক্রম হয়। তখন আসরে নামেন প্রিয়াঙ্কা।
অখিলেশকে ফোন
সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে ফোন করেন প্রিয়াঙ্কা। তিনি জানান, কংগ্রেস ১৭টি আসন নিয়ে লড়তে রাজি। প্রিয়াঙ্কা অখিলেশকে অনুরোধ করেন, কংগ্রেসকে প্রধানমন্ত্রীর কেন্দ্র বারাণসী আসনটি ছেড়ে দিতে। অখিলেশ রাজি হয়ে যান। প্রিয়াঙ্কা বলেন, শ্রাবস্তীর মতো আসনের দাবি কংগ্রেস ছেড়ে দিচ্ছে।
রাহুলের যাত্রায় যোগ দেবেন
অখিলেশও কংগ্রেস নেতাদের জানিয়েছেন, তিনি রাহুল গান্ধীর যাত্রায় যোগ দেবেন। ২৪ তারিখ পশ্চিম উত্তরপ্রদেশে যাত্রা করবেন রাহুল। কংগ্রেস নেতা অজয় রাই জানিয়েছেন, সমাজবাদী পার্টিকে রাহুলের রুট ম্যাপ দিয়ে দেয়া হয়েছে। এবার অখিলেশ ঠিক করবেন, তিনি কোথায় যোগ দেবেন।
কে কটা আসনে লড়বে?
উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি লড়বে ৬২টি আসনে এবং কংগ্রেস লড়বে ১৭টি আসনে। কংগ্রেস লড়বে রায়বেরিলি, আমেঠি, কানপুর, ফতেপুর সিক্রি, বনসগাঁও, সাহারানপুর, প্রয়াগরাজ, মহারাজগঞ্জ, বারাণসী, আমরোলা, ঝাঁসি, গাজিয়াবাদ, মথুরা, সীতাপুর, বারাবাঙ্কি ও দেওরিয়াতে। উপরের ছবিটি বারাণসীর।
প্রিয়াঙ্কা কি রায়বেরিলিতে লড়বেন?
রায়বেরিলি থেকে সোনিয়া গান্ধী লড়তেন। কিন্তু স্বাস্থ্য়ের কারণে তিনি আর লোকসভায় লড়বেন না। তিনি রাজস্থান থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। তার জায়গায় লড়তে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। রাহুলের বোন এখনো নির্বাচনে লড়েননি। তবে তিনি দীর্ঘদিন হয়ে রায়বেরিলিতে মায়ের হয়ে নির্বাচন পরিচালনার কাজ করেছেন। এবার তার লড়ার সম্ভাবনা প্রবল।
এই জোটের ফলে কী হবে?
উত্তরপ্রদেশে যাদব ভোটদাতার সংখ্যা প্রায় ১১ শতাংশ। মুসলিম ভোটদাতা আছেন ১৯ শতাংশ। যাদবদের মধ্যে সমাজবাদী পার্টির প্রভাব রয়েছে। সমাজবাদী পার্টি ও কংগ্রেস একসঙ্গে লড়লে মুসলিম ভোটের সিংহভাগ তাদের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া কংগ্রেসের কাছে এখনো অনগ্রসর, উচ্চবর্ণ, দলিত মিলিয়ে সাত শতাংশের মতো ভোট রয়েছে। সমাজবাদী পার্টির কছেও যাদব ছাড়া কিছু অনগ্রসর ভোট আছে।
দিল্লিতে কংগ্রেস-আপ সমঝোতা?
রাজধানী দিল্লির সাতটি লোকসভা আসনে কংগ্রেস ও আপের মধ্য়ে আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে বলে সূত্র জানাচ্ছে। আপ চারটি ও কংগ্রেস তিনটি আসনে লড়বে। মাঝখানে আপ জানিয়েছিল, তারা একাই লড়বে। কিন্তু পরে আবার আলোচনা শুরু হয় এবং সমঝোতা নিয়ে মতৈক্য হয়েছে বলে কংগ্রেস ও আপ নেতাদের দাবি।
গুজরাটে আপকে আসন?
গুজরাটে আপকে দুইটি আসন ছাড়তে পারে কংগ্রেস। হরিয়ানাতেও একটি আসন ছাড়া নিয়ে কথা চলছে। গোয়াতেও আপের সঙ্গে আসন সমঝোতা করা নিয়ে কথা বলছে কংগ্রেস। চণ্ডীগড় আসনটি কংগ্রেসকে ছেড়ে দিতে পারে আপ। তবে পাঞ্জাবে এখনো পর্যন্ত আসন সমঝোতা নিয়ে আলোচনা এগোয়নি।