প্রায় তিন বছর পর শতরান বিরাট কোহলির
৯ সেপ্টেম্বর ২০২২দীর্ঘ খরা কাটলো। আবার সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। ১০২০ দিন পর। এশিয়া কাপে এবার প্রথম শতরান করলেন তিনিই। ২০১৯-এর ২৩ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে কলকাতায় দিন-রাতের টেস্ট ক্রিকেটে শেষ শতরান করেন তিনি। তারপর থেকে শুরু হয়েছিল অপেক্ষা। এই সময় প্রচুর সমালোচনা শুনতে হয়েছে তাকে। অবশেষে ৫৩ বলে এবং ছয় মেরে শতরান করলেন কোহলি।
শতরান করেই তৃপ্তির হাসি নিয়ে আকাশের দিকে তাকালেন কোহলি। দর্শক থেকে আফগান প্লেয়াররা হাততালি দিচ্ছিলেন। কোহলি হেসে মাথা নাড়লেন। জামার পকেট থেকে বিয়ের আংটি বের করে চুম্বন করলেন। শেষ পর্যন্ত ৬১ বলে ১২২ রান করে অপরাজিত থেকেছেন কোহলি। রাজকীয়ভাবে রানে ফিরেছেন তিনি।
কোহলির বক্তব্য
ম্যাচের শেষে অভিমানী কোহলিবলেন, ''প্রচুর পরামর্শ, উপদেশ শুনতে হচ্ছিল। তারা সকলে ভুল দেখিয়ে দিচ্ছিলেন। আমি তাদের বোঝাতে পারিনি, আমার মনের অবস্থাটা। মানুষ উপদেশ দিয়ে যাবে। কিন্তু মনের কথা কেউ বুঝবে না।''
ক্ষুব্ধ কোহলি বলেন, ''৬০ রান করেছি, তারপরেও সমালোচনা শুনতে হয়েছে, আমি ব্যর্থ। তখন আমার কিছু করার ছিল না। অবাক হয়েছি আর মনকে বুঝিয়েছি। আবার প্রথম থেকে শুরু করেছি। এই সময়ে জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে।''
সাবেক ভারতীয় অধিনাক বলেছেন, আজ যেভাবে তিনি ব্যাট করছিলেন, তাতে তিনি নিজেই অবাক হয়ে গেছেন।
ভারতের জয়
আফগানিস্তানের বিরুদ্ধে সহজেই জয় পেয়েছে ভারত। প্রথম ব্যাট করে তারা ২০ ওভারে ২১২ রান তোলে। জবাবে আট উইকেটে ১১১ রান তোলে আফগানিস্তান। ইব্রাহিম জারদান ছাড়া ব্যাট হাতে বাকিরা ব্যর্থ। জারদান ৬৪ রানে অপরাজিত থাকেন।
এদিন ভুবনেশ্বর কুমার অসাধারণ বল করেন। চার ওভারে চার রান দিয়ে পাঁচ উইকেট নেন তিনি। অর্শদীপ দুই ওভারে সাত রান দিয়ে এক উইকেট নেন। অশ্বিন একটি ও হুডা একটি উইকেট নেন।
জিএইত/এসজি(স্টার স্পোর্টস)