প্রথম দিনেই ৪০ কোটি তুলতে পারে সালমানের 'টাইগার থ্রি'
৬ নভেম্বর ২০২৩আগামী ১২ নভেম্বর দিওয়ালির দিন রিলিজ করছে সালমান খানের নতুন সিনেমা ‘টাইগার থ্রি’। দিওয়ালির দিন মানুষ তো উৎসবে মেতে থাকেন। ফলে সেই দিন সিনেমা রিলিজ করলে বিশেষ করে বিকেলের পরের শো-তে হল খালি থাকার একটা ভয় থাকে। সেই লোকসান বা বিরূপ প্রচার কোনো বড় নায়ক বা প্রযোজক সংস্থা চায় না।
কিন্তু এক্ষেত্রে সেই সাহস দেখানো টাইগার থ্রি আরেকটা রেকর্ড ভেঙে দিয়েছে। টিকিটের অ্যাডভান্স বুকিং শুরু হওয়ার পর একদিনে চার কোটি ২০ লাখ টাকার টিকিট বিক্রি হয়ে গেছে। বক্স অফিস বিশেষজ্ঞ তরণ আদর্শ জানিয়েছেন, ‘‘অ্যাডভান্স বুকিংয়ের প্রথম দিনেই ৩৭ হাজার টিকিট বিক্রি করেছে পিভিআর আইনক্স এবং সিনেপোলিস বিক্রি করেছে সাড়ে সাত হাজার টিকিট।’’ মোট এক লাখ ৪০ হাজার টিকিট বিক্রি হয়েছে।
ফিল্ম সমালোচক সুমিত কাদেল এক্স-এ জানিয়েছেন, ‘‘অ্যাডভান্স বুকিং-এর প্রবণতা থেকে বোঝা যাচ্ছে, প্রথম দিনেই ভারতীয় মুদ্রায় ৪০ কোটি টাকা আয় করে ফেলবে টাইগার থ্রি। দিওয়ালি-লক্ষ্মী পুজোর কথা মাথায় রাখলে বলতে হবে, সালমানের এই সিনেমা নিয়ে মানুষের মধ্যে ‘‘পাগলের মতো ক্রেজ আছে।’’
সলমনের সঙ্গে এই সিনেমায় আছেন ক্যাটরিনা কাইফ। সালমান ও ক্যাটরিনাকে একসঙ্গে অনেকদিন পর আবার বড় পর্দায় দেখা যাবে। ফলে তাদের এই জুটি নিয়ে মানুষের মনে আগ্রহ আছে।
সকাল সাতটা থেকে
টাইগার থ্রি-র শো শুরু হচ্ছে সকাল সাতটা থেকে। এখন ভারতে শাহরুখ, সালমানদের সিনেমা এলে শো শুরু হয় অনেক সকাল থেকে। শাহরুখের জওয়ানের শো কলকাতায় শুরু হয়েছিল ভোট পাঁচটায়। অত সকালেও সেই শো হাউসফুল ছিল। যশরাজ ফিল্মস বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‘দিওয়ালি বলে দেশজুড়ে সকাল সাতটা থেকে শো শরু হবে। হিন্দি, তামিল ও তেলুগুতে এই ছবি রিলিজ হচ্ছে ১২ নভেম্বর।’’
টাইগার থ্রি-তে শাহরুখেরও স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স আছে। যেমন পাঠানে ছিল সালমান খানের। তবে শাহরুখ কতক্ষণের জন্য পর্দায় থাকবেন তা জানানো হয়নি।
টাইগার থ্রি-র পরিচালক হলেন 'ব্যান্ড বাজা বরাত'-এর পরিচালক মনীশ শর্মা।
জিএইচ/এসজি