প্রথম টেস্টেই অস্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয়
২৯ ডিসেম্বর ২০১১টেস্টের চতুর্থ দিনে ভারত প্রবলভাবে চেষ্টা করেছে ২৯২ রান করে জয় নিশ্চিত করতে৷ কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি৷ ৮১ রানের মাথায় ছয়টি উইকেট পড়ে যায়৷ বিশেষ করে শচীন টেন্ডুলকার আউট হয়ে যাওয়ার পর খেলা একেবারে স্তিমিত হয়ে যায়৷ শচীনের উইকেটটি নেন পিটার সিডল৷ মাত্র ৩২ রান করে প্যাভিলিয়নে ফেরেন শচীন৷ ফলে একশোতম সেঞ্চুরিটা যেন আরো একটু দূরে চলে গেল৷ ভারত ৪৭.৫ ওভারে ১৬৯ রান সংগ্রহ করে৷
অস্ট্রেলিয়ার পক্ষে বোলার জেমস প্যাটিনসন ৫৩ রানে চার উইকেট নেন৷ খেলা শেষে তিনি বলেন, ‘‘ভারতের বিরুদ্ধে জয়লাভ করা সত্যিই আনন্দের৷ আমরা ভারতকে হারাতে পছন্দ করি৷'' তিনি আরো বলেন, ‘‘খেলা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল তবে রিকি পন্টিং এবং মাইকেল হাসি সামলে নিয়েছেন৷ আমরা কখনোই হাল ছাড়ি না৷ এটা আমাদের মজ্জাগত স্বভাব৷ এবং এই চেতনাই আমাদের সবসময় বিজয়ের দিকে এগিয়ে নিয়ে গেছে৷''
ভারতের পক্ষে থেকে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি বলেন,‘‘আমাদের উচিৎ ছিল তিনশো রানের চেজটি ধরে রাখা৷ আমাদের ব্যাটিং লাইন বেশ ভাল, আমাদের তিনশো রান করা উচিৎ ছিল৷ তা হয়নি৷ তাই বলতেই হচ্ছে আরেকটি টেস্ট সিরিজের সূচনা হল পরাজয়ের মধ্যে দিয়ে৷'' তবে বোলারদের বাহবা দিয়ে ধোনি বলেন,‘‘আমার মনে হয় বোলাররা দারুণ খেলা দেখিয়েছে৷ আমাদের খেলার গতিতে দ্রুতি এনে দিয়েছে বোলাররা৷ তবে আমি বিশ্বাস করি আমাদের ব্যাটিং লাইন আরো মজবুত হওয়া দরকার৷''
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক