গণঅভ্যুত্থানের পর মানুষের মধ্যে যে আশা-আকাঙ্ক্ষার তৈরি হয়েছিল বাস্তবে সেখানে অনেক ফারাক দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মাদ মাহবুবুর রহমান৷ তিনি বলেন, ‘‘৫ আগস্ট কর্তৃত্ববাদের পতনের পর নতুন করে স্বপ্ন দেখার সময় হয়৷ ইউনূস সরকারের প্রতি মানুষের অনেক বেশি প্রত্যাশা ছিল৷ মানুষ গণতন্ত্রে উত্তরণে ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে৷
তিনি আরো বলেন, ‘‘প্রত্যাশা অনুযায়ী সংস্কারের বিষয়গুলোও এখনো স্পষ্ট হয়নি৷ মানুষের প্রত্যাশা পূরণের জন্য সরকারকে যে দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার দরকার ছিল সেটি যথেষ্ট হয়নি৷ ক্ষমতা কাঠামোর পরিবর্তন ঘটলেও কর্তৃত্ববাদের দোসরদের ক্ষমতা থেকে উৎখাত করা যায়নি৷ দোসরদের অনেককে ক্ষমতা কাঠামোতে আনা হয়েছে, এরা সরকারকে সফল হতে দিচ্ছে না৷’’