আফগানদের ভিসা দিতে জার্মানি বাধ্য
প্রকাশিত ১৬ মে ২০২৫শেষ আপডেট ৮ জুলাই ২০২৫আপনার যা জানা দরকার
- প্রতিশ্রুতি দেওয়া আফগানদের ভিসা দিতে জার্মানি বাধ্য: আদালত
- টেক্সাসে বন্যায় নিহত শতাধিক
- হামাস যুদ্ধবিরতি চায়, জানালেন ট্রাম্প
- জাপান, দক্ষিণ কোরিয়ার উপর ২৫ শতাংশ শুল্ক ট্রাম্পের
- প্রাইডে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নয়, জানালো বুদাপেস্ট পুলিশ
- কেনিয়ায় সরকার-বিরোধী আন্দোলনে মৃত অন্তত ১০
টেক্সাসে বন্যায় নিহত শতাধিক
শুক্রবার থেকে শুরু হওয়া আচমকা বন্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ইতিমধ্যে একশরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন৷ আরো ৪১জনের খোঁজ চলছে৷
গুয়াডালুপে নদীর তীরবর্তী অঞ্চলে ক্যাম্পিং করতে এসেছিলেন অনেকে৷ বিশেষ করে ৪ জুলাই অ্যামেরিকায় সরকারি ছুটি থাকায় পর্যটকদের সংখ্যাও ছিল বেশি৷
উদ্ধারকর্মীরা কখনো নৌকায়, কখনো ঘোড়ায় চড়ে, কুকরের সাহায্য নিয়ে বা কখনো কাদায় হেঁটে ক্যাম্পসাইট থেকে ভেসে যাওয়া মানুষদের খোঁজ চালাচ্ছেন৷
টেক্সাসের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও স্থানীয় মানুষ মিলে উদ্ধারকাজে সাহায্য করছেন, চালু করা হয়েছে একটি দান তহবিল৷
জীবনের প্রথম উদ্ধার মিশনে অংশ নেওয়া এক কোস্টগার্ড কর্মী স্কট রাসকান বন্যার পানিতে সাঁতরে ১৬৫ জনকে উদ্ধার করেছেন৷
বন্যাগ্রস্ত ক্যাম্প মিস্টিকে সেই সময় একমাত্র কোস্টগার্ড কর্মী হিসাবে তিনিই উপস্থিত ছিলেন, বলে সংবাদমাধ্যমকে জানান৷
এসএস/জেডএইচ (এএফপি, এপি)
প্রতিশ্রুতি দেওয়া আফগানদের ভিসা দিতে জার্মানি বাধ্য: আদালত
মানবিক কারণে যেসব আফগান পরিবারকে জার্মান ভিসার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তাদের তা দিতে জার্মানি বাধ্য বলে মঙ্গলবার রায় দিয়েছে জার্মানির রাজধানী বার্লিনের প্রশাসনিক আদালত৷
২০২১ সালে আফগানিস্তান থেকে পশ্চিমা সৈন্য প্রত্যাহারের পর দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবান৷ এই অবস্থায় জার্মান বাহিনীর সঙ্গে কাজ করা স্থানীয় আফগানসহ আরও অনেক অসহায় আফগানের জন্য বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছিল জার্মানি৷
আদালতের রায়ে বলা হয়েছে, বর্তমান জার্মান সরকার আফগানদের জন্যপারিবারিক পুনর্মিলনের পন্থা বন্ধ রাখার যে সিদ্ধান্ত নিয়েছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ঐ পরিবারদের দেওয়া আইনসম্মত প্রতিশ্রুতি৷ যদিও আদালতের এই ঘোষণার বিরুদ্ধে আপিল করতে পারবে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়৷
জার্মান ভিসার জন্য পাকিস্তানে অপেক্ষায় থাকা এক নারী ও তার পরিবারের ১৩ জন সদস্যের দাখিল করা জরুরি আপিলের প্রেক্ষিতে এই বিষয়টি নতুন করে আলোচনায় উঠে আসে৷
এই পরিবারের মতে, আফগানিস্তানে তাদের জন্য অপেক্ষা করে আছে মৌলবাদী ইসলামিস্ট তালেবান৷ অন্যদিকে, পাকিস্তান থেকে তাদের আফগানিস্তানে ফেরত পাঠানোর বিষয়টিও তাদের উদ্বেগের কারণ হয়ে উঠছে৷
এবিষয়ে ঘোষণা দিতে গিয়ে আদালত বলে, ‘‘যে প্রতিশ্রুতি জার্মানি স্বেচ্ছায় দিয়েছিল, সেই প্রতিশ্রুতি থেকে সরে আসতে পারবে না জার্মানি৷’’
এই পরিবারের সকলকে ভিসা দেওয়ার ক্ষেত্রে আদালত কোনো বাধা দেখে না, কারণ তারা জার্মানির জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি বয়ে আনে না বলে জানায় আদালত৷
টিমোথি জোনস/এসএস/জেডএইচ (ডিপিএ, এএফপি, রয়টার্স)
হামাস যুদ্ধবিরতি চায়, জানালেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার জানান যে, গাজা উপত্যকায় চলমান সংঘাতে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চায় হামাস৷
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে সরকারি নৈশভোজে অভ্যর্থনা জানিয়ে তিনি বলেন, ‘‘তারা (হামাস) দেখা করতে চায় ও যুদ্ধবিরতি চায়৷’’
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান যে অ্যামেরিকার বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এই সপ্তাহে দোহায় যেতে পারেন এবং সেখানে দুইপক্ষের মধ্যে চলমান আলোচনায় অংশ নিতে পারেন৷
অন্যদিকে, নেতানিয়াহু জানান যে ডনাল্ড ট্রাম্পকে তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন৷
নোবেল শান্তি পুরস্কার কমিটিকে যে চিঠিটি তিনি পাঠিয়েছেন, সেই চিঠি ট্রাম্পকে দেবার সময় নেতানিয়াহু বলেন, ‘‘তিনি (ট্রাম্প) শান্তির লক্ষ্যে কাজ করছেন, একটা দেশের পর অন্য দেশে, অন্য অঞ্চলে৷’’
সোমবার রাতে ওয়াশিংটনে নৈশভোজে বসেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। সেখানে গাজাতে ২১ মাস ধরে চলা সংঘর্ষের পর ৬০ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
কিছুদিন আগেই ইরান এবং ইসরায়েলের যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে বাঙ্কার বাস্টার এবং টোমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেন, মার্কিন বোমায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে তারা প্রবেশ করতে পারছেন না।
এসএস, এসসি/জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স)
জাপান, দক্ষিণ কোরিয়ার উপর ২৫ শতাংশ শুল্ক ট্রাম্পের
দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর ২ এপ্রিল সব দেশের ক্ষেত্রে বর্ধিত শুল্ক জারির ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তারপর তা তিনমাস স্থগিত রাখার সিদ্ধান্ত নেন তিনি। সোমবার ১৪টি দেশকে চিঠি পাঠিয়ে ট্রাম্প জানিয়েছেন, বাণিজ্য সমঝোতা না হলে আরো বেশি শুল্ক অবশ্যম্ভাবী। ১ অগাস্ট থেকে এই নতুন হারে শুল্ক চালু হবে বলে জানিয়েছে হোয়াট হাউস। এরই মধ্যে জাপান এবং দক্ষিণ কোরিয়াকে ২৫ শতাংশ হারে শুল্ক দিতে হবে বলে সেদেশের নেতাদের চিঠি দিয়ে জানান ট্রাম্প। ট্রাম্পের এই ঘোষণার প্রভাব সরাসরি পরেছে ওয়াল স্ট্রিটে। এসঅ্যান্ডপি ৫০০ ইন্ডেক্সে শূন্য দশমিক ৭৯ শতাংশ পতন হয়েছে। ডাও নেমেছে ৪২২ পয়েন্ট। নাসডাক কম্পোসিট পড়েছে শূন্য দশমিক ৯২ শতাংশ। বিগত তিন সপ্তাহের মধ্যে স্টক মার্কেটে এটি সবচেয়ে খারাপ দিন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার সকালে এশিয়ার শেয়ার বাজার অবশ্য এখনো স্থিতিশীল। তবে মিয়ানমার, মালয়শিয়া, কাজাকস্তান, লাওস এবং সাউথ আফ্রিকাতেও ২৫ থেকে ৪০ শতাংশ শুল্কও ধার্য হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশের উপর ৩৫ শতাংশ শুল্ক বসানো হয়েছে। এখনো পর্যন্ত ১৪টি দেশে ট্রাম্পের চিঠি পৌঁছেছে।
এসসি/ এসজি (রয়টার্স)
প্রাইডে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নয়, জানালো বুদাপেস্ট পুলিশ
প্রাইড প্যারেডে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে না বুদাপেস্টের পুলিশ। সোমবার একথা জানিয়েছে তারা। এলজিবিটিকিউআইএ প্লাস মানুষদের অধিকার রক্ষার এই মার্চ হাঙ্গেরিতে আইনত নিষিদ্ধ। তা সত্ত্বেও দেশের রাজধানীতে জুন মাসের শেষে প্রাইড প্যারেড অনুষ্ঠিত হয়। উদ্যোক্তাদের দাবি, এই বছর প্রায় দুই লক্ষ মানুষ সমকামী এবং অন্যান্য প্রান্তিক মানুষের স্বপক্ষে রাস্তায় নামে। ভয় ছিল, জরিমানা এবং প্রায় এক বছরের হাজতবাস হতে পারে তাদের। পুলিশ জানায়, প্রাইড মার্চ সম্পর্কে দেশের আইনি অবস্থান পরিষ্কার করে জানায়নি উদ্যোক্তারা। তবে আইনত নিষিদ্ধ থাকলেও অংশগ্রহণকারীদের বিরুদ্ধে এবছর কোনো ব্যবস্থা নেবে না পুলিশ। শহরের মেয়র গের্গেই ক্যারাচনিও এই বছর প্রাইড মার্চে যোগ দেন। প্রাইড মার্চকে তিনি আনুষ্ঠানিক ভাবে পুরসভার অনুষ্ঠান বলে ঘোষণা করেন এবং বলেন, সরকারি নিষেধাজ্ঞা এবিষয়ে অবান্তর।
এসসি/ এসজি (ডিপিএ)
দাবালনের গ্রাসে পূর্ব জার্মানির বিস্তীর্ণ জঙ্গল
পূর্ব জার্মানির ভয়াবহ দাবানলকেবাগে আনতে লড়াই চালাচ্ছেন দমকলকর্মীরা। সপ্তাহান্তের পরে আপাতত আগুন খানিকটা হলেও সামলানো গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত তিন দশকের মধ্যে পূর্ব জার্মানিতে, বিশেষ করে থুরিনজিয়াতে এমন ভয়াবহ দাবানল দেখা যায়নি বলে জানানো হয়েছে। কয়েকশ দমকলকর্মীবহুঘণ্টার চেষ্টায় প্রায় পাঁচ হাজার ১৯০ হেক্টর জঙ্গলে আগুন নেভানোর কাজ করেন। সোমবার বৃষ্টি হওয়ার খানিকটা সুবিধা হয় বলে জানানো হয়েছে। বহু স্থানীয় মানুষ ওই অঞ্চল ছেড়ে চলে গেছেন বলে জানানো হয়েছে।
এসসি/ এসজি (এপি, এএফপি, রয়টার্স)
কেনিয়ায় সরকার-বিরোধী আন্দোলনে মৃত অন্তত ১০
কেনিয়ায় সরকার বিরোধী আন্দোলনে সহিংসতার জেরে সোমবার রাত পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। কেনিয়ার জাতীয় মানবাধিকার কমিশন একটি বিবৃতি প্রকাশ করে একথা জানিয়েছে। ডিডাব্লিউর প্রতিনিধি ফিলিক্স মারিংগা জানান, সোমবার সকালেই নাইরোবির সিটি সেন্টারেপ্রতিবাদীদের মিছিল আটকাতে করতে পুলিশ একাধিক রাস্তা বন্ধ করে দেয়। পুলিশ জানিয়েছে, সোমবারের প্রতিবাদ মিছিল থেকে অন্তত ৫৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মানবাধিকার কমিশনের বিবৃতির পর পুলিশ তাদের বিবৃতিতে জানায়, অন্তত ১১ জন মারা গেছেন এবং বহু পুলিশ আহত হয়েছেন। আন্দোলনকারীরা সোমবার ৭ জুলাইয়ের 'সাবা সাবা' প্রতিবাদের বর্ষপূর্তি পালন করছিলেন। সোয়াহিলি ভাষায় 'সাবা সাবার' অর্থ 'সাত সাত'। ৩৫ বছর আগে প্রথম এই আন্দোলন হয়। একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র তৈরি করার জন্য ১৯৯২-তে এই আন্দোলন শুরু হয়। এই বছর প্রেসিডেন্ট রুটোর বিরুদ্ধে আসা দুর্নীতির অভিযোগের ভীতিতে তার ইস্তফা দাবি করা হয়। পাশাপাশি, দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশি অত্যাচার এবং প্রশাসনের বিরুদ্ধেসোচ্চার হন আন্দোলনকারীরা।
এসসি/ এসজি (এপি, এএফপি, রয়টার্স)
হারিয়ে গেল ১৬৬ জনের ভস্ম বহনকারী জার্মান স্পেস ক্যাপসুল
মার্কিন সেলেস্টিস সংস্থা ‘স্টার ট্রেক’ সিরিজের সাথে সম্পর্কিত এমন ১৬৬ জনের ভস্ম একটি স্পেস ক্যাপসুলে ভরে ২৩ জুন মহাকাশে পাঠিয়েছিল৷ কথা ছিল মহাকাশের যাত্রা শেষ করে তাদের পরিবারের কাছে ভস্ম ফেরত দেওয়া হবে৷
কিন্তু পৃথিবীতে ফেরার পথে ‘নিক্স মিশন পসিবল’ নামের ক্যাপসুলটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ পরে ২৪ জুন ক্যাপসুলটি প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ে৷
কী কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়, সে বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে ক্যাপসুলটির প্রস্তুতকারক সংস্থা ‘দ্যা এক্সপ্লোরেশন কোম্পানি’ বা টিইসি৷
সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা চার্লস শেফার বলেন, ‘‘যদিও আমরা এখন নিশ্চিত যে ১৬৬ জনের ভস্ম আমরা পরিবারের কাছে হয়তো ফেরত দিতে পারব না, কিন্তু আমরা আশা করছি যে তারা অন্তত এটা ভেবে কিছুটা শান্তি পাবেন যে তাদের প্রিয়জনেরা ঐতিহাসিক যাত্রার অংশ হতে পেরেছেন ও এখন প্রশান্ত মহাসাগরের বিশালতায় মিশে গেছেন৷ অনেকটা সাগরে সমাধি সম্মানিত প্রথার মতো৷’’
রিচার্ড কনর/এসএস
স্পষ্টতা ছাড়াই শেষ ইসরায়েল-হামাস প্রথম দিনের আলোচনা
ফিলিস্তিনি সূত্র মতে, যুদ্ধবিরতি বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা থেকে কোনো স্পষ্ট সমাধান উঠে আসেনি৷ মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্রিকস সদস্যরাষ্ট্রগুলিও৷
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি বিষয়ক আলোচনা রোববার কাতারের দোহায় শুরু হয় ৷ কিন্তু আলোচনা শেষে কোনো স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছায়নি তারা, এমনটাই জানাচ্ছে কিছু ফিলিস্তিনি সূত্র৷
বিবিসি জানিয়েছে যে এই আলোচনাগুলি দুটি পৃথক ভবনে হয় এবং সাড়ে তিন ঘন্টা ধরে চলে৷
কাতার ও মিশরের প্রতিনিধিদের মধ্যস্থতায় আলোচনাটি হয়৷
সোমবার আবার আলোচনা শুরু হওয়ার কথা৷
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু৷
অন্যদিকে, জুলাই মাস থেকে ৫৪ হাজার অতি-রক্ষণশীল ইহুদি পুরুষদের বাধ্যতামূলকভাবে সামরিক বাহিনীতে নিয়োগ করা হবে৷ তাদের এতদিন সামরিক নিয়োগ হতো না৷
এই সিদ্ধান্ত নেতানিয়াহুর জন্য সমস্যা সৃষ্টি করতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা৷ ১৯৪৮ সাল থেকে বিশেষ ব্যবস্থার আওতায় হারেদি বা অতি-রক্ষণশীল ইহুদিদের বাধ্যতামূলক সামরিক নিয়োগ থেকে অব্যাহতি দেওয়া হতো৷ কারণ, এই গোষ্ঠীর মানুষ ধর্মীয় বিদ্যাচর্চায় নিয়োজিত থাকবেন বলে ধরে নেওয়া হতো৷
এমন ৬৬ হাজার ইহুদি রয়েছেন ইসরায়েলে৷ ২০০০ সাল থেকে ইসরায়েলের সুপ্রিম কোর্টে এই ধারাকে বেশ কয়েক বার চ্যালেঞ্জ করা হয়েছে৷
এসএস/জেডএইচ (এএফপি, এপি, রয়টার্স)
বাণিজ্য চুক্তি না হলে, বেশি শুল্ক দিতে হবে, জানালো অ্যামেরিকা
অ্যামেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হলে ১ অগাস্ট থেকে বেশি হারে শুল্ক দিতে হবে বলে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ট্রাম্প একটি চিঠিতে জানান, বাণিজ্য সমঝোতা না হলে আরো বেশি শুল্ক অবশ্যম্ভাবী। দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর গত ২ এপ্রিল 'রেসিপ্রোকাল' শুল্ক ঘোষণা করেন তিনি। মার্কিন ট্রেসারি সেক্রেটারি স্কট বেস্যান্ট বলেন, "বেশ কয়েকটি দেশকে প্রেসিডেন্ট ট্রাম্প চিঠি দিয়ে জানাবেন, তারা যদি নতুন সমঝোতা না মানেন তাহলে ১ অগাস্ট থেকে বেশি হারে শুল্ক দিতে হবে। গত ২ এপ্রিলে যে উঁচু হারে শুল্কের ঘোষণা করা হয়েছিল, সেটা কার্যকর হবে।" এপ্রিলে ঘোষিত ট্রাম্পের নতুন শুল্কনীতিতে একাধিক দেশকে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত রপ্তানি শুল্ক দিতে হতে পারে। অন্যদিকে, ব্রিকস দেশগুলির সমালোচনার জবাব দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়েছেন, যারা অ্যামেরিকা-বিরোধী নীতি নেবে তাদের উপর আরো ১০ শতাংশ শুল্ক ধার্য করবে যুক্তরাষ্ট। তার সামাজিক মাধ্যম ট্রুথ সোস্যালে ট্রাম্প লিখেছেন, "যে দেশ ব্রিকসের অ্যামেরিকা-বিরোধী নীতি গ্রহণ করবে, তাদের অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক দিতে হবে। 'অ্যামেরিকা-বিরোধী' নীতি কী তা অবশ্য খোলসা করে বলেননি মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের 'নির্বিচার' শুল্কনীতির নিন্দা করেছে ব্রিকস দেশগুলি। এই দেশের নেতারা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, ''এই শুল্কনীতি বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে এবং এটি ডাব্লিউটিওর নীতির বিরোধী।''
এসসি/ এসজি (এপি, এএফপি, রয়টার্স)
ইলন মাস্কের 'অ্যামেরিকা পার্টির' সমলোচনায় ডনাল্ড ট্রাম্প
শনিবার সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট করে ধনকুবের ইলন মাস্ক তার নতুন রাজনৈতিক দল 'অ্যামেরিকা পার্টির' কথা ঘোষণা করেন। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মাস্কের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। ধনকুবের এবং ট্রাম্পের এক সময়ের বন্ধু মাস্ক তার এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, "দুর্নীতি এবং সরকারি অর্থ অপচয়ের নিরিখে আমাদের দেশে গণতন্ত্র নেই --- এক পার্টির সিস্টেম আছে। অ্যামেরিকা পার্টি আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেবার জন্য তৈরি হলো।" রোববার ট্রাম্প একে 'হাস্যকর' বলেছেন। তিনি বলেন, "ডেমোক্র্যাটরা দিশাহীন হলেও এদেশে বরাবর দুই-পার্টির সিস্টেমই বলবৎ আছে। তৃতীয় রাজনৈতিক দল মানুষকে বিভ্রান্ত করবে।" এ বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ওভাল অফিসের দায়িত্বভার গ্রহণ করার সময়েই তার সঙ্গে মাস্কের নিবিড় বন্ধুত্ব দেখা যায়। তবে সেই বন্ধুত্ব খুব বেশিদিন টিকলো না। অচিরেই একে অপরের প্রতি অনাস্থাপ্রকাশ করেন তারা।
এসসি/ এসজি (এপি, এএফপি, রয়টার্স)
ওয়েস্ট ব্যাংকে ডিডাব্লিউ সাংবাদিক আক্রান্ত, নিন্দা
ওয়েস্ট ব্যাঙ্কে ডিডাব্লিউর দুই সাংবাদিক আক্রান্ত হয়েছেন। এই ঘটনার নিন্দা করেছেন ইসরায়েলে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত এবং জার্মান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন। শুক্রবার ওয়েস্ট ব্যাঙ্কের সিঞ্জিলে কর্মরত ডিডাব্লিউএর সাংবাদিক এবং চিত্রসাংবাদিকের উপর হামলা চালায় স্থানীয় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। সাংবাদিকদের লক্ষ্য করে পাথর ছোঁড়ে দুষ্কৃতিরা। তাদের আঘাত না লাগলেও ক্ষতিগ্রস্ত হয় তাদের গাড়ি। এএফপি, নিউ ইয়র্ক টাইমসসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। পালাতে বাধ্য হয়েছেন ফিলিস্তিনের সাংবাদিকও। সাংবাদিকরা 'প্রেস' লেখা জ্যাকেট পরেছিলেন।
ডিডাব্লিউর ডিরেক্টর জেনারেল পিটার লিমবুর্গ বলেছেন, ''ডিডাব্লিউ তাদের সহকর্মীদের বিরুদ্ধে এই পরিকল্পিত আক্রমণের নিন্দা করছে। তাদের শারীরিক আঘাত লাগেনি, এটাই স্বস্তির। আমরা দাবি করছি, ইসরায়েলের সরকার যেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে।''
এসসি/ এসজি (এপি, এএফপি, রয়টার্স)
টেক্সাসে বন্যায় মৃত ৭৮, উদ্ধারকার্য চলছে
টেক্সাসে বন্যায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ক্যাম্প মিস্টিকে অংশগ্রহণকারী মেয়েদের খোঁজার কাজ চলছে জোরকদমে। টেক্সাস হিল কান্ট্রির কের কাউন্টির শেরিফ ল্যারি লিথা জানিয়েছেন, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টি। এখানে মৃতের সংখ্যা ৬৮। তার মধ্যে ২৮ জন শিশু। ক্যাম্পের আরো ১০ জন শিশু এবং কাউন্সেলর এখনো নিখোঁজ। অন্যান্য অঞ্চলে আরো অন্তর ১০ জনের মৃত্যু হয়েছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না অন্তত ৪১ জনকে। এই সংখ্যাটা বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি। এই অঞ্চলে আরো বৃষ্টিপাতের সম্ভবনা আছে বলে সতর্ক করেন অ্যাবট। রোববার কের কাউন্টিতে বড় দুর্যোগের ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার সোশাল মিডিয়ায় তিনি বলেন, "যারা সরাসরি উদ্ধারকাজ চালাচ্ছেন তারা সবরকম সাহায্য করা হবে।"
এসসি/ এসজি (এপি, এএফপি, রয়টার্স)
ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় হামলা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আক্রমণ
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, মস্কোর বৃহৎ আক্রমণ শুরুর পর থেকে একক হামলায় এটিই সবচেয়ে বেশি সংখ্যক রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আক্রমণ৷ ট্রাম্প-পুটিনের ফোনালাপে ‘কোনো অগ্রগতি না হওয়ার’ পরই এই হামলা এসেছে৷ কিয়েভে অবস্থানরত ডয়চে ভেলের সংবাদদাতা জানিয়েছেন, মধ্যরাতের পর বিস্ফোরণের শব্দে তার ঘুম ভেঙে যায় এবং সকাল সাড়ে ৪টা পর্যন্ত হামলা অব্যাহত থাকে৷ কিভের উত্তর ও পশ্চিম অংশে একাধিক এলাকায় হামলা হয়েছে৷ ভবন, স্কুল, চিকিৎসা কেন্দ্র ও পরিবহন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বাতাসে রাসায়নিক পদার্থের উপস্থিতির কারণে জানালা না খোলার পরামর্শ দেওয়া হয়েছে৷ বিশেষভাবে উদ্বেগের বিষয় হলো, কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকানো যায়নি৷
জার্মানিতে কিশোরদের অ্যালকোহল পান নিষিদ্ধের দাবি
জার্মানির একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে যে প্রায় দুই-তৃতীয়াংশ জার্মান নাগরিক মনে করেন ১৪ বছর বয়সীদের অ্যালকোহল পান নিষিদ্ধ করা উচিত৷ বর্তমানে জার্মানিতে ১৪ বছর বয়সি কিশোর-কিশোরীরা অভিভাবকের উপস্থিতিতে বিয়ার বা ওয়াইন পান করতে পারে৷ ফরসা এজেন্সি পরিচালিত এ সমীক্ষায় ১৮ থেকে ৭০ বছর বয়সী ১০০০ জন জার্মান অংশগ্রহণ করেছেন৷ সমীক্ষায় অর্ধেকের বেশি জার্মান নাগরিক বিয়ার ও ওয়াইন কেনার বৈধ বয়স ১৬ থেকে বাড়িয়ে ১৮ করার পক্ষে মত দিয়েছেন৷ জার্মানিতে বর্তমানে প্রায় ১৬ লক্ষ মানুষ অ্যালকোহল আসক্তিতে ভুগছেন এবং ডাক্তারদের সংগঠনগুলো দেশে অ্যালকোহল সেবন কমানোর নীতি প্রণয়নের দাবি জানিয়ে আসছে৷
এমি স্টকডালে/এসএসজি