পূর্ণমকে ছাড়লো পাকিস্তান, ভারত মোহাম্মদউল্লাকে
১৪ মে ২০২৫বিএসএফের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বুধবার বেলা সাড়ে দশটা নাগাদ কনস্টেবল পূর্ণম কুমার সাউ আটারি সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেন৷ গত ২৩ এপ্রিল তিনি ফিরোজপুরে ডিউটিতে ছিলেন৷ বেলা ১১টা বেজে ৫০ মিনিট নাগাদ পাক রেঞ্জার্সরা তাকে আটক করে৷’’
এরপর পাকিস্তানের রেঞ্জার্সের সঙ্গে কয়েকবার ফ্ল্যাগ মিটিং করা হয় বলে জানিয়েছে বিএসএফ৷ ‘‘তার ফলে পূর্ণমের ভারতে ফেরা সম্ভব হয়েছে,’’ বলছে তারা৷
বন্দি বিনিময়
পাকিস্তান পূর্ণমকে যেমন মুক্তি দিয়েছে, তেমনই ভারত রাজস্থান সীমান্তে ধরা পড়া পাকিস্তান রেঞ্জার্সের সদস্য মোহাম্মদউল্লাকে ইসলামাবাদের হাতে তুলে দিয়েছে৷ গত ৩ মে তিনি বিএসএফের হাতে আটক হন৷
পূর্ণমকে ২৩ এপ্রিল আটক করা হলেও এতদিন তাকে ছাড়েনি পাকিস্তান৷ ২২ তারিখ পহেলগামের ঘটনা ঘটে৷ বিএসএফ ও পূর্ণমের পরিবার জানিয়েছে, তিনি ভুল করে পাকিস্তান সীমান্তে ঢুকে একটি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন৷ তখন তাকে ধরে পাক রেঞ্জার্সরা৷ তারপর ভারত-পাক সংঘাত ও যুদ্ধবিরতির পর তিনি ছাড়া পেলেন৷
পূর্ণমের স্ত্রী যা বলেছেন
পূর্ণমের বাড়ি কলকাতার কাছে রিষড়ায়৷ পূর্ণমের স্ত্রী রজনী সাউ ফিরোজপুরে গিয়ে বিএসএফ কর্তাদের সঙ্গে কথা বলেছেন৷ বিএসএফের ডিজি তার সঙ্গে ফোনে কথা বলেছিলেন৷ বিএসএফ কর্তারা জানিয়েছিলেন, পূর্ণম ভালো আছেন৷ তিনি তাড়াতাড়ি ফিরে আসবেন৷ দুই দেশের জওয়ানরাই ভুল করে অন্য দেশের সীমান্তে চলে যান ও ধরা পড়েন৷ পরে তারা নিজেদের দেশে ফেরত আসেন৷
পূর্ণমের ফিরে আসার খবর পেয়ে তার স্ত্রী সকলকে ধন্যবাদ জানিয়েছেন৷ তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার তিনদিন ধরে লাগাতার কথা হয়েছে৷ পুরো দেশ পূর্ণম ও তার পরিবারের পাশে ছিল৷ সকলে সমর্থন করেছেন৷ সকলকে হাত জোড় করে ধন্যবাদ জানাচ্ছেন তিনি৷
মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পূর্ণমের পরিবারের সঙ্গে তিনি যোগাযোগ রাখছিলেন৷ পূর্ণম তার ভাইয়ের মতো৷ তিনি ফিরে আসায় মুখ্যমন্ত্রী তার পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন৷
জিএইচ/জেডএইচ (পিটিআই, এএনআই)