উরুগুয়ের প্রত্যন্ত গ্রাম কাবো পোলোনিওতে বংশপরম্পরায় চালিত এই রঙিন 'বিচ বাস' শুধু যাতায়াতের মাধ্যমই নয়, পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। ৬০ বছরের পুরনো এই ট্রাকগুলো কীভাবে আজও চলছে এবং কেন এগুলো ছাড়া এই সীল-অধ্যুষিত গ্রামে যাওয়া সম্ভব নয়, জানুন এই বিশেষ প্রতিবেদনে।