পুজো মাতাচ্ছে কলকাতার খাদি
স্বদেশি আন্দোলনের সঙ্গে সমার্থক হয়ে উঠেছিল খাদি৷ ব্রিটিশ বিরোধী আন্দোলনের সেই প্রতীক আজ উৎসবের ফ্যাশন সিম্বল৷
মায়ের দেয়া মোটা কাপড়
বঙ্গনারীর জন্য এ বার পশ্চিমবঙ্গ সরকারের উপহার জনতা শাড়ি৷ রাজ্যের একাধিক খাদি বিপণন কেন্দ্রে পুজোর মুখে মিলছে এই শাড়ি৷ নানা রঙ ও ছাপায় নজরকাড়া শাড়ির সম্ভার হাজির করেছে ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তর৷ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জেলার কারিগরদের শিল্প ভাবনা শাড়িতে ফুটিয়ে তোলার পরিকল্পনা নেন৷ জনতা শাড়িতে তারই প্রতিফলন৷
স্বাধীনতার ৭৫ বছর
স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করা হচ্ছে ভারতজুড়ে৷ ব্রিটিশের অধীন ভারতে মহাত্মা গান্ধী খাদির উপযোগিতার উপর জোর দিয়েছিলেন৷ সদ্যপ্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে তিনি উপহার দিয়েছিলেন খাদির রুমাল৷ তৈরি পোশাকের যুগেও মহাত্মার আদর্শ অনুসরণ করে চলছে খাদির উৎপাদন ও বিপণন৷ রাজ্যের বিপণিতে শুধু জনতা শাড়ি নয়, মিলছে পুরুষদের শার্ট, পাঞ্জাবিও৷
গুণমানে সেরা খাদি
রাজ্য সরকারের তাঁত বিপণি ‘তন্তুজ’-র স্বল্পমূল্যের শাড়ি এর আগেই সাড়া ফেলেছিল৷ মাত্র ১১১ টাকায় মিলতো এই জনতা শাড়ি৷ তবে খাদি গ্রামোদ্যোগের পক্ষ থেকে অপেক্ষাকৃত কম দামের শাড়ি এই প্রথম বাজারে আনা হয়েছে৷ ‘তন্তুজ’-র তুলনায় দাম অনেকটা বেশি হলেও গুণমানে অনেক উন্নত খাদির জনতা শাড়ি৷
হাতে কাটা সুতো
‘তন্তুজ’-র সঙ্গে পাল্লা দিতে বিভিন্ন জেলার হস্তশিল্পীদের নিয়ে ব্যবসায় নামছে খাদি৷ হাতে কাটা সুতোর উপর নির্ভরশীল হস্তচালিত তাঁত যখন একেবারেই কোণঠাসা, সেই সময় এই উদ্যোগ অক্সিজেন জোগাতে পারে প্রাচীন কুটির শিল্পকে৷ তবে দাম নিম্নবিত্তের নাগালে রাখতে যন্ত্রচালিত তাঁতের উপরও নির্ভর করতে হচ্ছে৷
নেপথ্যে খাদি পর্ষদ
এ সব উদ্যোগের নেপথ্যে রয়েছে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ৷ পশ্চিমবঙ্গ সরকারের অধীন এই পর্ষদ সূত্রে জানা গিয়েছে, মনকাড়া ডিজাইনের তিন হাজার টাকা দামের জনতা শাড়ি এই পুজোয় মিলছে হাজার দেড়েক টাকায়৷ ৭০০-৮০০ টাকার খাদির শার্ট পাওয়া যাচ্ছে প্রায় অর্ধেক দামে৷
বাড়তি ছাড়ের উৎসব
পুজো উপলক্ষে খাদির বস্ত্র সামগ্রীতে বিশেষ ৩০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে৷ পোশাক ছাড়া সাবান, তেল-সহ অন্যান্য নিত্যপ্রয়োজনের সামগ্রীতে ছাড়ের অঙ্ক ২০ শতাংশ৷ খাদির পণ্য কিনলে সকলেই এই সুবিধা পেতে পারেন৷ জনপ্রতিনিধি বা সরকার স্বীকৃত সাংবাদিকরা পাচ্ছেন বাড়তি ১০ শতাংশ৷ তারা মোট ৩০ হাজার টাকা পর্যন্ত খাদির সাাামগ্রী ছাড়ে কিনতে পারেন৷
বঙ্গনারীর অঙ্গে খাদি
জনতা শাড়ি ঘিরে ব্যাপক আগ্রহের কথা জানিয়েছেন বিপণির কর্মীরা৷ রং ও ডিজাইনের প্রদর্শনী টানছে বিভিন্ন বয়সের নারীকে৷ পুজোর পরে কলকাতার বাইরে পৌঁছে যাবে এই সম্ভার৷ ১৬ জেলায় খাদি মেলা করবে পর্ষদ৷ মন্ত্রী-বিধায়কদের নিয়ে ফ্যাশন শো-র পরিকল্পনাও রয়েছে৷ রাজ্য স্তরে খাদি মেলা শুরু ১৬ ডিসেম্বর৷
সেলিব্রিটির খাদি
খাদি আটপৌড়ে, আরামদায়ক৷ বিপণিতে রয়েছে নানা বয়সের জন্য তৈরি পোশাক৷ দুর্গা সপ্তমীতে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ-সহ বিজেপি নেতা-কর্মীরা পরবেন খাদির পোশাক৷ পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পুজো দেখবেন খাদির পাঞ্জাবি পরে৷ ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনেই এ বার মহাসপ্তমী তিথি৷
মোটা কাপড়ের উৎসব
খাদি আছে উৎসবের থিমেও৷ জেলবন্দি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলে পরিচিত নাকতলা উদয়ন সংঘের এবারের ভাবনা মোটা কাপড় অর্থাৎ হাতে বোনা খাদি৷ দেবী দুর্গার সামনে সুতোয় বোনা নানা হস্তশিল্পের সঙ্গে শোভা পাচ্ছে সেলাই মেশিনের অনুকৃতি৷
মানচিত্রে দুই বাংলা
দেশভাগের পর্বে ছিন্নমূল মানুষ ওপার বাংলা থেকে এসে নানা জীবিকায় যুক্ত হন৷ তাদের একাংশ মোটা কাপড় সেলাই করেও অন্নসংস্থান করেছিলেন৷ উদয়নের মণ্ডপে মহাত্মার প্রতিকৃতির সঙ্গে সুতোর বুননে ফুটে ওঠা মানচিত্রে নদিয়া-বর্ধমান-মুর্শিদাবাদের সঙ্গে রয়েছে চট্টগ্রাম-সিলেট-খুলনাও৷