পারিবারিক সহিংসতা বেড়ে গেল কেন?
গত ৭ মাসে পারিবারিক সহিংসতায় ৩২২জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু স্বামীর হাতে খুন হয়েছেন ১৩৩জন নারী। পারিবারিক সহিংসতা কি হঠাৎই বেড়েছে? কেন? এ বিষয়ে ডয়চে ভেলেকে নিজেদের মতামত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি, পেশার মানুষ৷
শাস্তি কমানোয় অন্যায়ের প্রবণতা বেড়ে যাচ্ছে: সাইদ আহমেদ রাজা, আইনজীবী, সুপ্রিমকোর্ট
এই সরকার যখন অধ্যাদেশের মাধ্যমে বিভিন্ন ধারা সংশোধন করে শাস্তি কমিয়ে দিচ্ছে, তখন অন্যায়ের প্রবণতা বেড়ে যাচ্ছে। যেমন, বিয়ের প্রলোভন দেখিয়ে আগে শারীরিক সম্পর্ক করলে তার শাস্তি ছিল মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু এই সরকার এটা কমিয়ে ৭ বছর কারাদণ্ড করে দিয়েছে। যৌতুকের ধারাগুলোও সংশোধন করা হয়েছে। এসব কারণে পারিবারিক সহিংসতা বেড়ে যাচ্ছে।
নারীদের উপর নির্যাতনকে এই সরকার কখনো মব, কখনো ন্যায্য ক্ষোভ বলছে: নুজিয়া হাসিন রাশা, শিক্ষার্থী
পরিসংখ্যান বলছে, অভ্যুত্থানের পর নারী নির্যাতনের ঘটনা বেড়ে গেছে। অথচ এই অভ্যুত্থান নারীদের হাত ধরেই হয়েছে। টার্নিং পয়েন্টে নারীরা ঢাল হয়ে দাঁড়িয়েছে। অথচ এখন নারীরাই সবচেয়ে বেশি অরক্ষিত। নারীদের উপর নির্যাতনকে এই সরকার কখনো মব, কখনো ন্যায্য ক্ষোভ বলছে। ফলে এরা দায়মুক্তি পেয়ে যাচ্ছে। এই সরকার নারীদের কর্তৃত্বের জায়গায় রাখেনি। বৈষম্য বিরোধী যে কন্ঠস্বর, সেটা দিনে দিনে নাই হয়ে যাচ্ছে।
এমন পদক্ষেপ দেখছি না যে কারণে মানুষের মধ্যে আইনের প্রতি শ্রদ্ধা তৈরি হবে, ফলে অপরাধের মাত্রা বেড়ে যাচ্ছে: নূর খান লিটন, মানবাধিকার কর্মী
সমাজে সব ধরনের অপরাধের মাত্রা বাড়ছে। রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা বাহিনী মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি। পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সব স্তরে এক ধরনের অস্থিরতা কাজ করছে। অপরাধ করে পার পেয়ে যাওয়ার সুযোগ আছে। দৃশ্যমান এমন কোনো পদক্ষেপ দেখছি না যে কারণে মানুষের মধ্যে আইনের প্রতি শ্রদ্ধা তৈরি হবে। ফলে পারিবারিক সহিংসতাসহ অপরাধের মাত্রা বেড়ে যাচ্ছে।
মূলত বিচারহীনতার কারণে যে কোনো অপরাধ বাড়ে, তার প্রতিফলন আমরা দেখছি: তাসনিম আফরোজ ইমি, শিক্ষার্থী
এক বছরে বিচারব্যবস্থা বা আইন-শৃঙ্খলার যে অবস্থা, সেকারণে পারিবারিক সহিংসতা বা নারী নির্যাতন বলেন, সেটা বেড়ে যাচ্ছে। এই সরকার কোনো ব্যবস্থাই নিচ্ছে না। মূলত বিচারহীনতার কারণে যে কোনো অপরাধ বাড়ে, তার প্রতিফলন আমরা দেখছি। অস্থিতিশীল পরিস্থিতে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ থাকেন নারীরা। মব, বিচারহীনতা, আইনশৃঙ্খলা সবকিছুই একটার সঙ্গে আরেকটা যুক্ত। বর্তমান সরকারের সক্ষমতা নিয়েও আমার প্রশ্ন আছে।
আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলে পারিবারিক নির্যাতনের ঘটনা কমতে থাকবে: জামিউল আহসান সিপু, সাংবাদিক
নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হওয়ার কারণে পারিবারিক সহিংসতা বা নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলেই পারিবারিক নির্যাতনের ঘটনা অপেক্ষাকৃতভাবে কমতে থাকবে বলে আমার বিশ্বাস।
নারীরা বর্তমানে আরো বেশি দুর্বল হয়ে পড়েছেন: মামসুরা আলম, ছাত্রদল নেত্রী
নারীদের প্রতি সহিংসতা বা পারিবারিক সহিংসতা অন্য যে কোনো ধরনের অপরাধের থেকে আলাদা। নারীরা বর্তমানে আরো বেশি দুর্বল হয়ে পড়েছেন। এই কারণে যেমন পরিবারে, তেমনি বাইরেও মবের শিকার হচ্ছেন, হেনস্থার শিকার হচ্ছেন। কয়েকদিন আগেও দেখলাম একজন নারীর পোশাক ধরে কয়েকজন পুরুষ টানাটানি করছে, সেটা আবার ভিডিও করা হচ্ছে। আশপাশে শত শত মানুষ, কিন্তু কেউ প্রতিবাদ করছে না। এসব কারণেও নারীরা আরো বেশি অরক্ষিত হয়ে পড়ছে।
পথে-ঘাটে নারীকে পেটাচ্ছে, সরকার যেন চুপ করে তাকিয়ে আছে: শরীফা বুলবুল, সাংবাদিক
মহাভারতে দ্রৌপদীর বস্ত্র হরণের মধ্য দিয়ে যে নারীত্বের অবমাননা হয়েছে, এখনও যেন সেই অবস্থা চলছে। এটা না থামার কারণ হচ্ছে বিচারহীনতা। এ যাবৎ কোনো নারী নির্যাতনের সঠিক বিচার আমরা পাইনি। এই সরকারের আমলে বেশি অরক্ষিত হয়ে পড়েছে নারীরা। পথে-ঘাটে নারীকে পেটাচ্ছে, সরকার যেন চুপ করে তাকিয়ে আছে। আমরা এখন রাস্তায় বের হতেই ভয় পাচ্ছি।
আর্থিক অচ্ছলতা এবং অনেক বেশি মোবাইলে আসক্তির কারণে অনেক পরিবারে অশান্তি হচ্ছে: মো. হানিফ, গার্মেন্টস কর্মী
আর্থিক অচ্ছলতার কারণে পারিবারিক সহিংসতা বেড়ে যাচ্ছে। মানুষের হাতে টাকা নেই, আর টাকা না থাকার কারণে পরিবারে অশান্তি শুরু হয়। এর সঙ্গে আছে মোবাইল ফোন। অনেক বেশি মোবাইলে আসক্তির কারণেও অনেক পরিবারে অশান্তি হচ্ছে।
কোনো ধরনের শাস্তির নজির না থাকার কারণে নারী নির্যাতন এত বেড়ে গেছে: তানজিলা তাহসীন, সাংবাদিক
শুধু তো নারী নয়, শিশুরাও নির্যাতনের শিকার হচ্ছে। এর সবচেয়ে বড় দায় প্রশাসনের। কোনো ঘটনাতেই প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। কোনো ধরনের শাস্তির নজির না থাকার কারণে নারী নির্যাতন এত বেড়ে গেছে। নারীর পোশাক নিয়ে কটুক্তির কারণে যাকে গ্রেপ্তার করা হলো, তাকে আবার জেল থেকে বের হওয়ার পর ফুলের মালা দেওয়া হচ্ছে। লঞ্চ ঘাটে দুই নারীকে বেল্ট দিয়ে পেটানো হচ্ছে। অথচ প্রশাসন কোনো ব্যবস্থাই নিলো না।
এই সরকারের সময় আইনের শাসন বলতে কিছু নেই: অনিকা বিনতে আশরাফ, শিক্ষার্থী
মূল্যবোধের অবক্ষয়ের কারণে নারী নির্যাতন বেড়ে যাচ্ছে। নারীর উপর প্রভাব বিস্তার করার প্রবণতা থেকেও নির্যাতন হচ্ছে। এই সরকারের সময় আইনের শাসন বলতে কিছু নেই। এখানে যে কেউ চাইলেই মব সৃষ্টি করতে পারছে। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই হচ্ছে না। এইসব কারণে নির্যাতনকারীরা সুযোগ পেয়ে যাচ্ছেন।