পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবে আইসিসি
২২ ডিসেম্বর ২০০৮নভেম্বরের মুম্বাই হামলার পরে, ভারতীয় দল পাকিস্তানের সঙ্গে পরিকল্পিত ম্যাচ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়৷ এছাড়া অন্যান্য প্রধান দলগুলোও খেলোয়াড়দের নিরাপত্তার কথা চিন্তা করে চলতি বছর পাকিস্তানে খেলতে যেতে অস্বীকার করেছে৷
আই সি সি-র প্রধান নির্বাহী হারুন লরগাট বলেছেন, আমরা স্বতন্ত্রভাবে পরিস্থিতি খতিয়ে দেখবো৷ তিনি বলেন, আমার বিশ্বাস শ্রীলংকা ক্রিকেট বোর্ডও , সবগুলো বিষয় দেখেই পাকিস্তানে খেলতে যাওয়া নিরাপদ কিনা তা নির্ধারণ করবে৷ তবে পাকিস্তানে পরিস্থিতির উন্নতি হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন৷
চলতি বছর সেপ্টেম্বরে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবার কথা ছিল, কিন্তু আই সি সি তাও বাতিল করে৷ শুধু তাই নয়, আগামী বছরের প্রায় শেষ পর্যন্ত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠানের ব্যাপারে এই সিদ্ধান্ত বজায় রাখার কথা জানিয়েছে আই সি সি৷
২০০৮ সালে পাকিস্তান কোন টেস্ট ম্যাচে অংশ নিতে পারেনি, কারণ আন্তর্জাতিক কোন দলই পাকিস্তানে খেলতে যেতে রাজি হয়নি৷ লরগাট বলেন, আমরা আশা করি ম্যাচগুলো আবার শুরু হবে৷ পাকিস্তানের মাটিতে খেলা হচ্ছে এটা আমরাও দেখতে চাই৷
পাকিস্তানে শ্রীলংকা দলের সফর ২০০৯-এর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে, তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত করা হয়নি৷