পাকিস্তানে ভারতের হামলা, বিশ্বনেতাদের প্রতিক্রিয়া
বুধবার রাতে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী৷ ভারত সরকারের দাবি, ‘জঙ্গি আস্তানা’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে৷
এটা লজ্জানক, আশা করি দ্রুতই থামবে: ট্রাম্প
বুধবার রাতে পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় ভারতের হামলার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, ‘‘এটি লজ্জাজনক৷ মাত্রই এ বিষয়ে শুনতে পেলাম৷’’ তিনি বলেন, ‘‘তারা দশকের পর দশক ধরে বিতণ্ডায় লিপ্ত৷ আমি আশা করি এটি দ্রুতই থামবে৷’’
উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
হামলার বিষয়ে এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেন, ‘‘লাইন অব কন্ট্রোল, অর্থাৎ নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমানায় ভারতের সামরিক অভিযানের বিষয়ে জাতিসংঘের মহাসচিব খুবই উদ্বিগ্ন৷’’ বিবৃতিতে দু’দেশের প্রতিই সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানানো হয়৷ জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র আরো বলেন, ‘‘ভারত-পাকিস্তানের এমন সামরিক সংঘাত বিশ্ব সামলাতে পারবে না৷’’
‘দুঃখজনক’ বললো চীন
হামলার ঘটনার পর চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘‘বুধবার প্রথম প্রহরে ভারতের সামরিক অভিযান দুঃখজনক৷ চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন৷’’ বিবৃতিতে ওই মুখপাত্র শান্তি রক্ষার বৃহত্তর স্বার্থে উভয় পক্ষকে শান্ত থাকার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানান৷
দায়িত্বশীল আচরণের আহ্বান জার্মানির
ভারত এবং পাকিস্তানকে উত্তেজনা আর না বাড়ানোর আহ্বান জানিযেছে জার্মানি৷ সেইসাথে দেশটির নাগরিকদের ওই অঞ্চল ভ্রমণ না করারও পরামর্শ দেওয়া হয়েছে৷ পররাষ্ট্র মন্ত্রাণলয়ের এক বিবৃতিতে বলা হয়, কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলা এবং ভারতের সামরিক পদক্ষেপের পর, দুই দেশেরই দায়িত্বশীল আচরণ করা জরুরি৷
সংযম প্রদর্শনের আহ্বান ফ্রান্সের
স্থানীয় সংবাদমাধ্যম টিএফ১-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-নুয়েল বারো সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহান জানান৷ তিনি বলেন, ‘‘সন্ত্রাসবাদ থেকে নিজেদের সুরক্ষা দিতে ভারতের ইচ্ছার বিষয়টি আমরা বুঝতে পারি৷ তবে আমরা অবশ্যই ভারত এবং পাকিস্তানকে উত্তেজনা কমাতে এবং বেসামরিক লোকজনের সুরক্ষা দিতে সংযম প্রদর্শনের আহ্বান জানাই৷’’
উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব যুক্তরাজ্যের
ভারত ওবং পাকিস্তানের মধ্যে চলমান অস্থিরতা নিরসনে সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্য৷ বুধবার রাতে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর এমন প্রস্তাব দেন যুক্তরাজ্যের ট্রেড সেক্রেটারি জোনাথন রেনল্ডস৷ বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমাদের বার্তা হলো, আমরা উভয় দেশের বন্ধু. সঙ্গী৷ দুই দেশকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত৷’’
‘ভারতের আত্মরক্ষার অধিকার সমর্থন করে ইসরায়েল’
ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রেউভেন আজার সামাজিকমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বলেন, ‘‘ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে ইসরায়েল৷ সন্ত্রাসীদের জানা উচিত যে, নিরীহ মানুষের উপর বর্বরোচিত হামলা চালানোর পর লুকিয়ে থাকার কোনো জায়গা নেই৷’’
চাল সরবারাহ নিয়ে উদ্বেগে মালয়েশিয়া
ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বা উত্তেজনার ফলে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলে চালের আমদানি ক্ষতিগ্রস্ত হবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ডেটুক সেরি মোহামাদ সাবু৷ তিনি বলেন, ‘‘তাদের (ভারত ও পাকিস্তানের) রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা মালয়েশিয়ার খাদ্য নিরাপত্তার জন্য জরুরি৷’’ উল্লেখ্য, মালয়েশিয়ার আমদানিকৃত চালের প্রায় ৪০ ভাগ ভারত ও পাকিস্তানের৷
‘শান্ত ও সংযত’ থাকার আহ্বান বাংলাদেশের
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ৷ বুধবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই উদ্বেগের কথা জানায়৷ একইসঙ্গে দুই দেশকে শান্ত ও সংযত থাকা এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার৷
পাকিস্তানে ভারতের হামলা
কাশ্মীরে ২২ এপ্রিল জঙ্গি হামলার জবাবে যে-কোনো সময়ই পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত- এমন কথা বলা হচ্ছিল৷ এরই ধারাবাহিকতায়, ৭ মে, বুধবার রাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত৷ ভারত সরকার বলছে, সুনির্দিষ্ট জঙ্গি আস্তানায় হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী৷ হামলায় ২৬জন নিহত হয়েছেন বলে পাকিস্তান সরকারের তরফ থেকে জানানো হয়৷