পাকিস্তানে বোমা বিস্ফোরণে তিন পুলিশ সদস্য নিহত
১৫ এপ্রিল ২০২৫মাস্তুং জেলায় পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস পুঁতে রাখা আইইডি বোমা বিস্ফোরণের শিকার হয়৷ বাসে প্রায় ৪০ জন পুলিশ সদস্য ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা রাজা মোহাম্মদ আকরাম৷
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আহতদের কোয়েটার সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে৷
প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক৷
ঘটনার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি৷ তবে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই অঞ্চলে সবচেয়ে সক্রিয় দল হিসেবে পরিচিত৷
বেলুচিস্তান প্রদেশ আফগানিস্তান ও ইরানের সীমান্তঘেঁষা খনিজসমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত৷
চলতি বছরের শুরু থেকে কেবল বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়াতেই ২০০-র বেশি প্রাণহানি ঘটেছে৷
বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে৷
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে জঙ্গি হামলার সংখ্যা বেড়েছে৷ ২০২৪ সাল দেশটির জন্য সর্বাধিক সহিংসতার বছর হিসেবে বিবেচিত হয়েছে৷ সরকারি পর্যায়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে৷
এএনএস/জেডএইচ (এএফপি)