পাকিস্তানে বন্যায় বিধ্বস্ত তিন কোটি
প্রায় তিন কোটি ৩০ লাখ মানুষ বন্যা কবলিত। সাহায্যের হাত বাড়াতে পারে ভারত।
ভেসে গেছে গ্রাম
ভয়াবহ বন্যায় গ্রামের চিহ্নটুকুও মুছে গেছে। প্রাণ বাঁচিয়ে আশ্রয়শিবিরে যাওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে মানুষ।
দুর্গত এলাকা
সবচেয়ে ক্ষতি হয়েছে খাইবার পাখতুনখোয়া এবং সিন্ধ অঞ্চলের। সিন্ধু নদীর জল এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে। উদ্ধারকাজে নেমেছে সেনা এবং নৌসেনা।
নরেন্দ্র মোদীর টুইট
পাকিস্তানের বন্যা পরিস্থিতি নিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, পাকিস্তানের পরিস্থিতি দেখে তিনি চিন্তিত এবং দুঃখিত। ভারত পাকিস্তানের মানুষের পাশে আছে।
ত্রাণ নিয়ে বৈঠক
দিল্লির সাউথ ব্লকে পাকিস্তানে ত্রাণ পাঠানো নিয়ে বৈঠক হয়েছে বলে সূত্র জানিয়েছে। তবে কী পাঠানো হবে এবং কীভাবে পাঠানো হবে, তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
পাকিস্তানের বক্তব্য
পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, প্রয়োজনে সবজি এবং খাওয়ার তেল ভারত থেকে আনা হবে। এবিষয়ে ভারত সরকারের সঙ্গে পাকিস্তান কথা বলবে বলে জানিয়েছেন তিনি।
পাকিস্তানের পাশে ভারত
এর আগে ২০১০ সালে পাকিস্তানের বন্যা এবং ২০০৫ সালে ভূমিকম্পের সময় ভারত পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। ভারত থেকে ত্রাণ পাঠানো হয়েছিল প্রতিবেশি দেশে। তবে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর পাকিস্তানে কখনো ত্রাণ পাঠানো হয়নি।
১১০০ মানুষের মৃত্যু
মঙ্গলবার একদিনে বন্যায় ১১৯ জনের মৃত্যু হয়েছে বলে পাকিস্তানের প্রশাসন জানিয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা এক হাজার একশ ছাড়িয়ে গেছে। বহু মানুষ এখনো নিখোঁজ। গৃহহীন লাখ লাখ মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্ত তিন কোটি ৩০ লাখ মানুষ।
পরিস্থিতি কোন পথে
বিশেষজ্ঞদের বক্তব্য, পাকিস্তানের বন্যা পরিস্থিতি ক্রমশ আরো খারাপ হচ্ছে। এই ক্ষতি পূরণ করতে বহু বছর লেগে যাবে।
এসজি/জিএইচ (পিটিআই, রয়টার্স)