পাকিস্তান ২৬ জায়গায় আক্রমণ করার পর প্রত্যাঘাত, দাবি ভারতের
১০ মে ২০২৫শনিবার সেনা মুখপাত্র কর্নেল সোফিয়া কুরেশি, বিমান বাহিনীর মুখপাত্র ভামিকা সিং জানান, ''পাকিস্তান উত্তর থেকে পশ্চিম ভারতের সীমান্ত ও নিয়ন্ত্রণরেখায় আকাশপথে আক্রমণ করেছিল। ভারতীয় সেনা অধিকাংশ হামলা নিস্ক্রিয় করে দেয়। তবে উধমপুর, পাঠানকোট, আদমপুর, ভুজ ও ভাতিন্দায় বিমানবাহিনীর কেন্দ্রে উপকরণ ও কর্মীদের ক্ষতি হয়েছে।''
সোফিয়া কুরেশি জানিয়েছেন, ''পাকিস্তান রাত একটা ৪০ মিনিট নাগাদ পাঞ্জাবের বিমানঘাঁটিতে হাই স্পিড মিসাইল দিয়ে আঘাত করার চেষ্টা করেছিল। তারা শ্রীনগর, উধমপুর, অবন্তীপুরে বিমানবাহিনীর স্কুল ও চিকিৎসাকেন্দ্রগুলিকে নিশানা করেছিল। পাকিস্তান সামরিক ঘাঁটিতে আক্রমণ করার পর ভারতও পাকিস্তানকে প্রত্যাঘাত করেছে।''
তিনি বলেছেন, ''পাকিস্তানে সেনার টেকনিক্যাল পরিকাঠামো, কম্যান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, রাডার কেন্দ্র ও অস্ত্রভাণ্ডারকে বেছে নিয়ে আঘাত করেছে ভারতীয় সেনা। রফিকি, মুরিদ, চকলালা, রহমিয়ারখান, শুকুর ও চুনিয়াতে পাকিস্তানের সামরিক পরিকাঠামোর উপর আকাশপথে যুদ্ধবিমানের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করা হয়েছে। পশুরের রাডারকেন্দ্র ও শিয়ালকোটের বিমানবাহিনীর ঘাঁটিতেও নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করা হয়।''
তার দাবি, ''পাকিস্তান ভুয়া প্রচার করছে। তারা বলছে আদমপুরে এস ৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম, সুরতগড় ও সিরসায় বিমান বাহিনীর ঘাঁটি, নাগোরটার ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং চণ্ডীগড়ের গোলাবারুদ রাখার জায়গা তারা উড়িয়ে দিয়েছে। ভারত এই মিথ্যা দাবি পুরোপুরি খারিজ করছে।''
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিস্রি বলেছেন, পাকিস্তান বলছে, ভারতের ক্ষেপণাস্ত্র আফগানিস্তানে আঘাত করেছে। একেবারেই মিথ্যা কথা। আফগানিস্তানের মানুষ জানেন, গত দেড় বছর ধরে কোন দেশ তাদের উপর বারবার আক্রমণ করেছে। পাকিস্তান সুরতগড় নিয়ে, এস ৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করা নিয়ে, আদমপুর নিয়ে, বিদ্যুৎকেন্দ্র ও সাইবার পরিকাঠামো নিয়ে যে দাবি করেছে সব মিথ্যা।
কুরেশি জানিয়েছেন, ''পাক সেনা কুপওয়ারা, বারামুলা, রাজৌরি, আখনুরে প্রবলভাবে গোলাবর্ষণ করে ও গুলি চালায়। তারা মর্টারও ব্যবহার করে। ভারতও প্রত্যাঘাত করে পাক সেনার প্রচুর ক্ষয়ক্ষতি করেছে।''
তিনি বলেছেন, ''পাকিস্তান সীমান্তে প্রচুর সেনা সমাবেশ করেছে। এটা ভারতের কাছে চিন্তার বিষয়। ভারত এখনো পর্যন্ত পাকিস্তানের সব আক্রমণ প্রতিহত করতে পেরেছে এবং জবাব দিতে পেরেছে।''
সাংবাদিক সম্মেলনে কিছু ভিডিও দেখানো হয়। সেখানে দেখানো হয় ভারতীয় সেনা কীভাবে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের ঘাঁটি ধ্বংস করেছে। পরে ভামিকা সিং ভারতের বিমানঘাঁটিগুলির ছবি দেখিয়ে জানান, সেগুলির কোনো ক্ষতি হয়নি। স্বাভাবিকভাবে কাজ হচ্ছে।
জিএইচ/এসসি(সেনা মুখপাত্র ও পররাষ্ট্রসচিবের সাংবাদিক সম্মেলন)